এখন আপনি http://www.prepaidcardbd.com সাইট থেকে Bkash, Brac Bank internet banking, Liberty Reserve, Skrill (Moneybookers) এবং Payza (AlertPay) অ্যাকাউন্ট দ্বারা আপনার মোবাইল ফোন রিচার্জ করতে পারেন। সব মোবাইল অপারেটরদের জন্য সহজ এবং তাত্ক্ষণিক রিচার্জ সুবিধা (এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ ফোন, রবি এবং সিটিসেল) প্রদান করে থাকে। এছাড়া ও wimax internet connection (Banglalion, Qubee) এর প্রিপেইড/ পোস্টপেইড কার্ড ও ক্রয় করতে পারবেন।
আরেকটি সাইট হলোঃ ইজি ডট কম ডট বিডি
অনলাইন থেকে ভিসা/মাস্টার কার্ড বা ডিবিবিএল/ব্রাক ব্যাংকের ডেবিট কার্ড দ্বারা বাংলালাওন এবং কিউবির কার্ড কেনা বা বাঙলালিংক, রবি, এয়ারটেল এবং সিটিসেল এর টপআপ (মোবাইল রিচার্জ) করা যাবে। ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। সাইট টির ঠিকানা হচ্ছে:
www.easy.com.bd
এজন্য ইজি ডট কম ডট বিডি সাইটে রেজিষ্ট্রেশন (বিনামূল্যে) করা থাকতে হবে। এরপরে টপআপ করতে বা টিকিট কিনতে পারবেন মাত্র কয়েক ক্লিকে। টিকিতে কিনতে বা মোবাইলে রিচার্জ করতে শতকরা ১.৯ টাকা চার্জ লাগবে।
ধন্যবাদ আপনাকে, আমাদের সেবা সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করার জন্য। আপনি দয়া করে আমাদের সাপোর্টে ইমেইল করুন আপনার নাম এবং মোবাইল নাম্বার সহ। সবশেষে আবারো অসংখ্য ধন্যবাদ।
উত্তরমুছুনআপনাকে ও ধন্যবাদ।
মুছুনমোবাইলের নাম্বার দিয়ে কি করবেন?
ফ্রী টপ আপ দিলে, নাম্বার দিতে পারি।