বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২

কিভাবে ইউটিউব (YouTube) দেখবেন..............


কি কি ইন্সটল করতে হবেঃ 

১. গুগল ক্রোম ইন্সটল করা না থাকলে ডাউনলোড করে ইন্সটল করুন Google Chrome 

২. আই ডি এম ইন্সটল করা না থাকলে এখান থেকে ডাউনলোড করে ইন্সটল করুন। ভিতরে কিভাবে ক্র্যাক করতে হবে ইন্সট্রাকশন দেয়া আছে। IDM 

৩. ভিডালিয়া (টর ক্লায়েন্ট) ডাউনলোড করে ইন্সটল করুন। Vidalia (Tor Client) 

৪. গুগোল ক্রোম এর এক্সটেনশন প্রক্সি সুইচি ইন্সটল করুন। Proxy Switchy 

কিভাবে ব্যাবহার করবেনঃ 

১. ভিডালিয়া রান করুন 


২. অটোমেটিক টর নেটওয়ার্ক এ কানেক্টেড হবে (৫/১০ সেকেন্ড লাগবে) 


৩. https://check.torproject.org/ এই লিঙ্ক এ গেলে বুঝা যাবে আপনার ব্রাউজার টর নেটওয়ার্ক এর মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস করছে কিনা। এখনো প্রক্সি সেটাপ করা হয়নি তাই এখনও ডিরেক্ট ইন্টারনেট অ্যাক্সেস করার কথা।


৪. প্রক্সি সরাসরি সেটাপ করা যায় কোন এক্সটেনশন ছাড়া। তবে প্রক্সি এবং ডিরেক্ট লিঙ্ক এর মধ্যে বার বার সুইচ করতে চাইলে প্রক্সি সুইচি ইন্সটল করলে ভালো। তাহলে এক ক্লিকে সুইচ করা যায়। ধরে নিচ্ছি অলরেডি তা ইন্সটল করা হয়ে গেছে ক্রোম এ। তাহলে নিচের স্ক্রিনশটের মত করে কনফিগার করে নিন।

৫. প্রক্সি সুইচি আইকন এ রাইট বাটন ক্লিক করে অপশন এ যান।


৬. নিচের মত করে একটা প্রক্সি প্রোফাইল সেট করুন এবং সেইভ করুন। (Http proxy: 127.0.0.1 and port 8118)


৭. তাড়াতাড়ি (সিঙ্গেল ক্লিক) এ সুইচ করার জন্য নিচের ছবিটিও ফলো করুন। 


৮. এখন প্রক্সি সুইচি আইকন এ ক্লিক করলে একবার ব্লু (প্রক্সি এনাবল্ড) আরেকবার গ্রে (ডিরেক্ট) হবে।


৯. ব্লু অবস্থায় https://check.torproject.org/ এই লিঙ্ক লোড করে দেখুন প্রক্সি কাজ করছে কিনা।


১০. এখন YouTube বা Vimeo সাইটে যাওয়ার আগে শুধু ব্লু করে নিবেন। কারণ টর প্রক্সি কিছুটা স্লো। বাকি সাইট ডিরেক্টলি ওপেন করাই ভালো। 


১১. এখন আপনি লগিন করা থাকলে আপনার পারসোনাল পেজ লোড হবে (যেহেতু কুকি কাজ করে)

১২. একটা ভিডিও চালিয়ে দেখুন স্পিড কেমন পাওয়া যায়।

১৩. স্লো স্পিড পেলে (টর নেটওয়ার্ক ঘুরে আসতে গিয়ে স্লো হওয়া স্বাভাবিক) স্ট্রিমিং শুরু হওয়ার পর আইডিএম এর যেই ডাউনলোড বাটন দেখায় তা দিয়ে ডাউনলোড করে দেখুন। কারণ আইডিএম যেহেতু ডিরেক্ট লিঙ্ক ইউজ করে তাই আই এস পি এর দেয়া ম্যাক্সিমাম স্পিড পাওয়ার কথা। 




১৪. ব্রাউজার এর ডাউনলোড অফ করে দিন ... যেহেতু আইডিএম এ ডাউনলোড হচ্ছে। এটা ভুলে গেলে ২ দিক দিয়ে ডাউনলোড হবে তাই স্পিড কম পাবেন। 


১৫. ডাউনলোড হয়ে গেলে KMPlayer দিয়ে দেখুন ( Filehippo.com এ পাবেন ) 


ফ্রিঞ্জ এর নেট থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন