“DU Meter” সফটওয়্যারটি কি কাজের জন্য, সেটা বর্ণনা করার কোন প্রয়োজন আছে বলে মনে হয় না। তারপরও, যারা জানেন না তাদের জন্য বলছি।
এই সফটওয়্যারটি হল, আপনার নেটের স্পীড পরিমাপক। ডাউনলোড এবং আপলোড স্পীড। আপনি যখন ডাউনলোড-আপলোড করছেন, সেটা কতটুকু গতিতে, সেটা আপনি দেখতে পাবেন “DU Meter” এর দ্বারা। এবং, এই সফটওয়্যারটির দ্বারা আপনি কত মেগাবাইট-গিগাবাইট ব্যবহার করছেন(ডাউনলোড-আপলোড), সেটার দৈনিক, সাপ্তাহিক, মাসিক এবং বাৎসরিক হিসাবও দেখতে পারবেন।
এই সফটওয়্যারটি ফ্রিওয়্যার নয়। কিন্তু এখানে আপনারা পাবেন এর ফুল ভার্শন।
ডাউনলোড এর পর ZIP ফাইলটি UNZIP করুন। তারপর DUMeter-Install ফাইলটি ইন্সটল করুন।
প্রতিটি ধাপের ছবি দেয়া হল।
১।
২।
৩।
৪।
এবার আপনার পিসির কিবোর্ডের Ctrl, Alt ও Delete বাটন তিনটি একসাথে press করে START TASK MANAGER অপশনে যান। তারপর PROCESSES ট্যাব থেকে DU METER সম্পর্কিত PROCESS গুলো বন্ধ করুন।
যদি এরকম আসে, তবে END PROCESS চাপুন।
এবার du.meter.patch নামক ফাইলটি run করান। এরকম আসবে…
CRACK এ ক্লিক করুন। এরকম উইন্ডো আসতে পারে…
YES ক্লিক করে DU METER.EXE ফাইলটি ব্রাউজ করে দেখিয়ে দিন।
OPEN এ ক্লিক করুন। এরকম আসবে…
মানে, আপনার কাজ শেষ। এখন আপনার DU METER রেজিস্টার্ড !!
START MENU তে গিয়ে DU METER চালু করুন।
এরকম একটি ছোট উইন্ডো আসবে। এটাই DU METER.
এর উপরে RIGHT CLICK করলে এরকম মেনু আসবে।
এবার ABOUT… এ গিয়ে দেখুন, এরকম এসেছে কিনা…
আসলে আপনি এখন নিশ্চিন্তে DU METER টি ব্যবহার করতে পারবেন। কোনরকম টাকা-পয়সা ছাড়াই !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন