মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১১

জানেন কি যে, কোন প্রকার ড্রাইভার ইন্সস্টল করা ছাড়াই আপনার আধুনিক প্রযুক্তির প্রিন্টারটি Windows7এ কাজ করবে?

Windows7 এর ভার্চুয়াল প্রিন্টার ড্রাইভার ব্যবহার করে আমরা লেটেস্ট প্রযুক্তির যে কোন প্রিন্টার, ড্রাইভার ছাড়াই বব্যহার করতে পারি। বিশেষ করে যাদের প্রিন্টারের ড্রাইভার নেই তারা বেশি উপকৃত হবেন। ওকে বন্ধুরা তাহলে কাজ শুরু করা যাক। প্রথমে Start মেনুতে ক্লিক করে Devices and Printers এ ক্লিক করুন, নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে।



উপরে হলুদ মার্কিং করা Add Printer এ ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে।


উপরে হলুদ মার্কিং করা Add a local Printer এ ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে।


Use existing port রেডিও বক্সে ক্লিক করুন, LPT1: (Printer Port) নির্বাচন করে Next বাটনে ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে।


উপরে হলুদ মার্কিং করা Windows Update এ ক্লিক করে উপরের Manufacturer মেনু থেকে প্রিন্টারের নাম এবং Printers মেনু থেকে প্রিন্টারের মডেল সিলেক্ট করুন। [যদি এখানে আপনার ব্যবহৃত প্রন্টারের মডেলটি না থাকে তাহলে Have Disk…ক্লিক করে ব্যাকআপ থেকে প্রিন্টার ড্রাইভারটি যদি থাকে পাইয়ে দিন আথবা ডিভিডি রমে প্রিন্টার ডিক্স ঢুকিয়ে ডিভিডি রমটি দেখিয়ে দিন।] Next বাটনে ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে।


Printer name এ আপনার নির্বাচিত প্রিন্টারের নাম এবং মডেল নাম্বার দেখাবে। Next বাটনে ক্লিক করুন। প্রিন্টারটি ইন্সস্টল হয়ে যাবে নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে।


Next বাটনে ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে।


উপরে হলুদ মার্কিং করা Do not share this Printer রেডিও বক্সে ক্লিক করে Next বাটনে ক্লিক করুন। নিচের স্কিন শটটির মতো একটি ডায়ালগ বক্স আসবে


উপরে লাল চিহ্নিত Set as the default printer বক্সে ক্লিক করুন, নিচে Print a test page এ ক্লিক করে Finish করুন। প্রিন্টারটি ইন্সস্টল হওয়ার পর Devices and Printers ম্যানেজার নিচের স্কিন শটের মতো দেখাবে। আপনার প্রিন্টারটি যদি সঠিক ভাবে ইন্সস্টল হয়ে থাকে তাহলে তাৎক্ষনিক একটি টেস্ট পেইজ প্রিন্ট হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন