শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১১

ওয়েবপেইজ থেকে বিজ্ঞাপন সরিয়ে সেইভ করুন আপনার মুল্যবান ব্যান্ডউইথ...

আজ আমি আপনাদের এমন একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিব যেটা আপনাকে মুক্তি দিবে সব ধরনের বিজ্ঞাপন এর ঝামেলা থেকে, আর আপনার সীমিত অথচ মূল্যবান ব্যান্ডউইথও বেচে যাবে, যা দিয়ে আপনি আপনার আরও কিছু মূল্যবান কাজ সারতে পারবেন। বিজ্ঞাপন বন্ধ করার জন্য আমরা মোজিলা ফায়ারফক্সের একটি অসাধারণ এড অন Adblock Plus ব্যাবহার করব।
আমি বেশ ক'দিন হচ্ছে এটি ব্যবহার করছি এবং এক কথায় এটি অসাধারণ। এটি যে শুধু আপনাকে বিজ্ঞাপনের হাত থেকে বাঁচায় শুধু তাই নয়, একই সাথে এটি আপনার ব্রাউসিং স্পিডও বাড়ায়। কেননা এখনকার ওয়েব বিজ্ঞাপনগুলো হয় বেশিরভাগই ফ্ল্যাশ অথবা ইমেজ বেইসড। তাই যখনই আপনি কোন পেজ ওপেন করেন তখন এই বিজ্ঞাপনগুলো সাথে Download হয়। তাতে করে আপনার ব্রাউসিং স্পিড স্লো হয়ে যায়। অবশ্য যাদের নেটের স্পিড খুব ভালো তারা এটা টের পাবেন না।

তাহলে আসুন কিভাবে আমরা এটা করব সেটা জেনে নিই:

প্রথমে আমাদেরকে Adblock Plus ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করার জন্য আপনাকে Click this link... যেতে হবে।

নিচে আমি ওয়েবসাইটের Adblock Plus ইন্সটলের আগের ও পরের দৃশ্য দেখাচ্ছি:
আগে:


পরে:



এডঅনটি ইন্সটলের পর আপনাকে ফিল্টার সাবসক্রিপশন পছন্দ করতে বলা হবে। ফিল্টার হচ্ছে মূলত একটি লিস্ট যা অনুযায়ী Adblock Plus নির্ধারণ করবে কোনটি বিজ্ঞাপন আর কোনটি নয়, কোনটি সে ব্লক করবে বা করবে না প্রভৃতি। একটি ওয়েব পেজে আপনি চাইলেই কি কি ব্লক করতে পারবেন তার একটি লিস্ট পেতে ফায়ারফক্স উইন্ডোর ডান দিতের উপরের কোণায় ABP লেখা আইকনে ক্লিক করলেই পাবেন।




Google ক্রোম এর জন্য
https://chrome.google.com/webstore/detail/gighmmpiobklfepjocnamgkkbiglidom


তাহলে আর দেরি কেন ? এখনি শুরু করে দিন আর সেইভ করুন আপনার মূল্যবান ব্যান্ডউইথ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন