অতি সম্প্রতি নকিয়া ১০১ বাংলাদেশের বাজারে ছাড়া হয়েছে। এটি হলো নকিয়ার সবচে কমদামী ডুয়েল-সিম মোবাইল ফোন। এবং এটার ভেতরে নকিয়া অনেক উদ্ভাবনীর সংযোগ ঘটিয়েছে। জেনে নিন, কী আছে নকিয়া-১০১ মোবাইল ফোনের ভেতর।
যদিও এই ফোনটি একসাথে দুটি সিম কার্ড ব্যবহারের সুবিধা দিয়ে থাকে, কিন্তু এর ভেতর রয়েছে মোট পাঁচটি সিম কার্ডের তথ্য রাখার সুবিধা। নকিয়ার রয়েছে বিশেষ সিম ম্যানেজার যা দিয়ে প্রতিটি সিমের তথ্যগুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখতে পারে নকিয়া-১০১; এছাড়াও এর ভেতর রয়েছে স্পীকার, এফ.এম রেডিও, এবং ১৬ গিগাবাইট পর্যন্ত ষ্টোরেজ ক্যাপাসিটি - যা এই ধরনের অন্য আর কোনও ফোনে নেই।
পাশাপাশি এর সাথে লোড করা অবস্থায় আসে "নকিয়া লাইফ টুলস" যার মাধ্যমে অনেক প্রয়োজনীর এ্যাপ্লিকেশন ডাউনলোড করা যায়। এমন একটি জরুরী এ্যাপলিকেশন হলো - নকিয়া মানি (টাকা), যার মাধ্যমে আপনি আপনার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করতে পারেন।
তবে নকিয়া এর চেয়েও আরো কমদামী আরেকটি মডেল ছেড়েছে (নকিয়া-১০০), যার ভেতরও রয়েছে নকিয়া লাইফ টুলস এবং এফ.এম রেডিও।
নকিয়া-১০১ বাজারে পাওয়া যাচ্ছে লাল এবং কালো রঙে, আর নকিয়া-১০০ পাওয়া যাচ্ছে আরো চমকপ্রদ উজ্জ্বল গোলাপী, নীল, কালো ও লাল রঙে।
তবে নকিয়া-১০১ খুবই ইউনিক একটি পণ্য। আর কোনও পণ্য এই মূল্যে এর সমপরিমান ফিচার এখনও দিতে পারেনি। আমরা এর সাথে আরো দুটি মোবাইল ফোনের তুলনা করে দেখেছিলাম, যেগুলো ডুয়েল-সিম সমর্থন করে। তার একটি হলো মটরোলা ই.এক্স-১০৯, এবং আরেকটি হলো স্যামস্যাঙ হিরো। এগুলো দামে বেশি; এবং ডুয়েল-সিম ফাংশনালিটি থেকে দূরে সড়ে গিয়েছে।
এক সময়কার মোবাইল শিল্পের রাজা নকিয়া যদিও তার মার্কেট অনেকটাই হারিয়ে ফেলেছে অন্যান্য ফোনের কাছে, কিন্তু আবার খুব চেষ্টা করছে সেই মার্কেট শেয়ার ফিরিয়ে আনার জন্য। যদিও গত কোয়ার্টারে তাদের শতকরা ৪৪ ভাগ ক্ষতি হয়েছে, তারপরেও নকিয়া এই ১০১ মডেলটি দিয়ে আবার বাজারমাত করেছে।
এখানে উল্লেখ্য যে, এ্যাপল তাদের পণ্য এবং মার্কেটিং ষ্ট্র্যাটিজি দিয়ে নকিয়ার মার্কেট অনেকটাই নিয়ে নিয়েছে, এবং ফলশ্রুতিতে নকিয়াকে অনেক ঝামেলার ভেতর দিয়ে যেতে হচ্ছে। এদের বেশির ভাগ ফোনই ছিল হয়তো খুব বেশি দামী, নয়তো খুব বেশি পুরনো ফিচার। কিন্তু এবার নকিয়া তাদের এতোদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছে। অন্য কারো পণ্যকে কপি না করে, নকিয়া চেষ্টা করেছে নিজেদের মতো একটি পণ্য বানাতে। এবং সেক্ষেত্রে নকিয়া ১০০ এবং ১০১ খুবই ভালো দুটি পণ্য।
নকিয়া আবার তা জায়গাটি ফিরে পাবে, সেটাই মানুষ আশা করে।
নীচে নকিয়া-১০১-এর স্পেসিফিকেশন দেয়া হলো-
Network: GSM 900/1800 MHz
Dual SIM
OS: Series 30
Dimension: 110×45.5×14.9 mm
Display: 1.8 inch Color LCD Screen
120×160 pixels screen resolution
FM Radio
MP3 player
External memory: Up to 16GB
3.5mm Nokia Audio Connector
Nokia Money and Nokia Life Tools
Flash Light
Alarm Clock, Calendar, Games
SMS
Talktime: Up to 6.7 hours of Talk time
Stand-By time: Up to 25 days of Standby time
Weight: 69.6 grams
প্রিয় টেকDual SIM
OS: Series 30
Dimension: 110×45.5×14.9 mm
Display: 1.8 inch Color LCD Screen
120×160 pixels screen resolution
FM Radio
MP3 player
External memory: Up to 16GB
3.5mm Nokia Audio Connector
Nokia Money and Nokia Life Tools
Flash Light
Alarm Clock, Calendar, Games
SMS
Talktime: Up to 6.7 hours of Talk time
Stand-By time: Up to 25 days of Standby time
Weight: 69.6 grams
পৃষ্ঠার উপরে আসুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন