[ডাউনলোড লিংক] মাটির ময়না DVDRip 350mb
'মাটির ময়না'
(The Clay bird) তারেক মাসুদ পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। ষাটের দশকের শেষের দিকের তার মাদ্রাসা জীবনের কাহিনী ফুটে উঠেছে এ চলচ্চিত্রে। যুদ্ধ ও ধর্মীয় গোড়ামিতে কিভাবে একটা পরিবার ভেঙে চুরমার হয়ে যায় তা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তারেক মাসুদ। স্থানীয় অ-পেশাদার পরিবেশে ও স্থানীয় শব্দগ্রহণের মাধ্যমে সৃষ্টি এ চলোচ্চিত্র আজ পর্যন্ত অনেক পুরস্কারে ভূষিত হয়েছে। এই ছবির মাধ্যমেই তারেক মাসুদ অর্জন করেন আন্তর্জাতিক খ্যাতি। অসম্ভব মেধাবী এই চলচ্চিত্রকার ২০১১ সালের ১৩ই আগস্ট ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওর নামক এলাকায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় নিহত হন।
IMDb Profile(The Clay bird) তারেক মাসুদ পরিচালিত একটি বাংলা চলচ্চিত্র। ষাটের দশকের শেষের দিকের তার মাদ্রাসা জীবনের কাহিনী ফুটে উঠেছে এ চলচ্চিত্রে। যুদ্ধ ও ধর্মীয় গোড়ামিতে কিভাবে একটা পরিবার ভেঙে চুরমার হয়ে যায় তা খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন তারেক মাসুদ। স্থানীয় অ-পেশাদার পরিবেশে ও স্থানীয় শব্দগ্রহণের মাধ্যমে সৃষ্টি এ চলোচ্চিত্র আজ পর্যন্ত অনেক পুরস্কারে ভূষিত হয়েছে। এই ছবির মাধ্যমেই তারেক মাসুদ অর্জন করেন আন্তর্জাতিক খ্যাতি। অসম্ভব মেধাবী এই চলচ্চিত্রকার ২০১১ সালের ১৩ই আগস্ট ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওর নামক এলাকায় মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় নিহত হন।
Download Link
Matir Moyna part-1
Matir Moyna part-2
এই ব্লগের প্রায় সব ফাইলই মিগাহোস্ট (Migahost) নামের একটা ফ্রী ফাইল হোস্টিং সাইটে আপলোড করা, যেহেতু এই হোস্টিং সাইটটি বেশি পরিচিত নয়, সংগত কারণেই অনেকে জানেন না কি কিভাবে ডাউনলোড করতে হয় এখান থেকে। নিচে ডাউনলোড করার পদ্ধতী স্ক্রিনসট সহ দেওয়া হলো
লিংকে ক্লিক করার পর আপনি প্রথম এই পেইজটি দেখতে পাবেন (বড় করে দেখতে স্ক্রিনসট এর গায়ে ক্লিক করুন)-
এখানে Free Download নামের বাটনটিতে ক্লিক করুণ। তার পর আপনি দেখতে পাবেন নিচের পেইজটি-
এই পেইজে এসার কয়েক সেকেন্ড পর Create Download Link বাটনটি সচল হবে, তখন এই বাটনটিতে ক্লিক করলেই আপনি একটি রিজিউমেবল ডাউনলোড লিংক পাবেন তিন ঘন্টার জন্য। ডাউনলোড লিংক এর পেইজটি দেখতে ঠিক এইরকম-
তিন ঘন্টা পরেও আপনি ইচ্ছা করলে আপনার ডউনলোডটি রিজিউম করতে পারবেন লিংক রিপলেসিং টেকনিক এর মাধ্যমে।
নেট থেকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন