নতুন করে সেট করতে হ্য়।
কমপিউটার ব্যবহারকারীদের প্রায় সময় বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত হতে হয় বা ভাইরাসের (virus) কারনে ফাইল মিসিং ঘটে থাকে ফলে কমপিউটার চালু করার পর দেখা যায় বুট করার সময় ফাইল মিসিং দেখায় এবং কমপিউটার চালু করা সম্ভব হয়ে উঠে না। কিছু ব্যবহারকারী রয়েছেন যারা এসব ফাইল সমূহকে রিকোভার (recover) করে কমপিউটারকে পুনরায় চালু করতে সক্ষম হয়ে থাকেন, আবার কিছু ব্যবহারকারী রিকোভারী ডিস্ক দিয়ে রিকোভার করে থাকেন। কিন্তু বেশির ভাগ কমপিউটার ব্যবহারকারীদের এই সমস্যা হতে পরিত্রাণ পাওয়ার জন্য বিপাকে পড়তে হয়। ফলে তারা নতুন করে উইন্ডোজ সেটআপ (windows setup) দিয়ে থাকেন বা উইন্ডোজকে রি-ইন্সটল করে থাকেন।
ফলে তাদের উইন্ডোজ সি ড্রাইভে, ডেস্কটপ, মাই ডকুমেন্টে যেসব জরুরী ফাইলসমূহ থাকে তা আর ব্যাকআপ (backup) নেয়া হয়না। ফলে জরুরী ফাইলসমূহকে হারাতে হয় নতুন করে উইন্ডোজ ইন্সটল করায়। কিন্তু সমস্যা আরো বেড়ে যায় যখন জরুরী কাজ করার সময় উইন্ডোজ নতুন করে ইন্সটল করতে হয়, সেক্ষেত্রে আবার নতুন করে ব্যবহারের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার গুলোকে আবার ইন্সটল করতে হয়। সেক্ষেত্রে অনেক সময় নষ্ট হয়ে থাকে। এই ধরনের নানান সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য হিরেন বুটসিডি (Hiren Boot CD) ই সমস্যা থেকে শুরু করে নানা ধরনের সমস্যার সমাধান দিয়ে থাকবে।windows install করে দরকারি সব software install করে ড্রাইভের ইমেজ বানানোটা সবচে ভালো। কোন কারনে যদি নতুন করে windows install করতে চান তবে ঐ ইমেজটা Hiren boot cd এর মাধ্যমে restore করে দিলেই আগের অবস্হায় ফিরে যাবেন। বার বার নতুন করে সবকিছু install করার ঝামেলা নাই।
Hiren boot cd ডাউনলোড করে unzip করলে একটা .iso ফাইল পাবেন। এটা রে একটা সিডিতে write করেন। পাইয়া গেলেন bootable CD। এখন এই CD দিয়া PC বুট করেন। তারপর মেনু থেকে Acronis True Image software টা চালান। তারপর আপনি নিজেই বুজতে পারবেন। খুব ই সহজ system .
পৃষ্ঠার উপরে আসুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন