বাজার থেকে অডিও গানের সিডি কিনে আপনার পিসিতে কপি করলেন। কপি হয়ে গেল কয়েক সেকেন্ডের মধ্যে। এখন কপি করা গান গুলো প্লে করে দেখলেন গান গুলো প্লে হয়না। আর গানের সাইজ গুলো সব 1KB হয়ে গেছে।এখন কি করবেন? এই গান গুলো আপনি Jet audio এর মাধ্যমে কপি করতে পারেন। আপনার যদি Jet audio না থাকে, তাহলে download করে নিতে পারেন এখান থেকে। আর Jet audio টি freeware. Link: http://www.softpedia.com/get/Multimedia/Audio/Other-AUDIO-Tools/jetAudio-Basic.shtml প্রথমে সিডিটি আপনার সিডি রমে প্রবেশ করান। তারপর Auto play তে এই উইন্ডটি আসবে। এখন Copy music from CD এই অপসনে ক্লিক করুন। যদি Auto play না আসে তাহলে CD drive এর রাইট এ ক্লিক করে Play with Jet audio করুন। এই উইন্ডটি আসবে। Rip এর উপর ক্লিক করুন। নতুন এই উইন্ডটি আসবে। Start এর উপর ক্লিক করুন। আপনার গান কপি শুরু হয়ে যাবে। গান গুলো MY documents এ save হবে। |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন