শুক্রবার, ৩ জুন, ২০১১

ডুয়াল মনিটর অপটিমাইজ করে নিন

অনেক প্রফেশনাল কাজেই অনেকের দুইটি মনিটর পাশাপাশি ব্যবহার করতে হয়। বিশেষত যারা এডিটিং এর কাজ করেন। সেক্ষেত্রে আপনার যদি দুইটি একই আকৃতির মনিটর হয় তাহলে সমস্যা নেই। কিন্তু যদি তা না হয় তাহলে আপনি যদি দুইটি মনিটরের জন্য সঠিক রেজুলেশন সেট আপ ব্যবহার না করেন তাহলে কাজের সময় তা বিরক্তির উদ্রেক করতেই পারে। আবার বারবার এক মনিটর থেকে আরেক মনিটরে মাউসের এলাইনমেন্ট পরিবর্তন হওয়াটাও কারো ভালো লাগার কথা না। প্রথমে তাই আসুন আগে এলাইনমেন্ট ঠিক করে নিই।
>> প্রথমেই স্টার্ট মেনুতে display settings লিখে এন্টার দিন। ভিসতা ব্যবহারকারীরা ডেস্কটপে রাইট ক্লিক করে পার্সোনালাইজ থেকে ডিসপ্লে সেটিং এ যেতে পারবেন। এক্সপি ইউজাররা ডেস্কটপে রাইট ক্লিক করে প্রোপার্টিজ তার ডিসপ্লে প্রোপার্টিজ থেকে সেটিংস-এ যান।

>> আমি এখানে একটি ২২ ইঞ্চি আর আরেকটি ১৯ ইঞ্চি এলসিডির সেটিংস দেখাচ্ছি। আপনি আপনার যেই মনিটরের সেটিংস পরিবর্তন করতে চান সেটি মাউস দিয়ে ক্লিক করে ধরে রেখে পছন্দের অবস্থানে নিয়ে যান।
>> আর এবারে যেকোন মনিটরের রেজুলেশন, সেটির অরিয়েন্টেশন এবং ডুয়েল মনিটর কিভাবে কাজ করবে সেটি পরিবর্তনের উপায় তো নিচে আছেই।
আপনার কাজের সুবিধামতো অপশন সিলেক্ট করুন। স্বাচ্ছন্দের সাথে কাজ করার গতিই আলাদা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন