উপরের স্ক্রীণশটে কতগুলো ছবি দেখতে পাচ্ছেন । বলুনতো ছবি গুলো কিসের ? এগুলো কি শুধুই ছবি না অন্য কিছু ?
এগুলো হল এক একটি ফোল্ডার । বিশ্বাস হচ্ছেনা ? আপনিও পারবেন আপনার ফোল্ডার গুলোতে আপনার ইচ্ছামত ছবি বানিয়ে ফেলতে।
ধরুন আপনার এক ফোল্ডারে ইসলামিক বই আছে । যদি ফোল্ডারটিকে একটি ইসলামিক বই এর ছবি হিসেবে দেখানো যায় তাহলে কি সুন্দর হয়না ?
এভাবে আপনার গান, মুভি, নাটক ইত্যাদির ফোল্ডার গুলোকে যদি শিল্পীর ছবি, মুভির ছবি, নাটকের ছবি ইত্যাদি হিসেবে দেখানো যায় তাহলে দেখতেও সুন্দর দেখা যায় এবং খুঁজতেও সুবিধা হয় ।
তাহলে চলুন দেখি কিভাবে করা যায় -
০১। প্রথমে আপনি কোন ছবিকে ফোল্ডার হিসেবে রাখতে চান তা সিলেক্ট করুন ।
০২। তারপর ছবিটি বিএমপি ফরমেটে কনভার্ট করুন ।
০৩। ছবি কপি বা কাট করুন ।
০৪। এরপর সি ড্রাইভে যান => উইন্ডোজ => সিসটেম৩২ তে ছবি পেষ্ট করুন ।
০৫। এবার যে ফোল্ডারটি ছবি হিসেবে দেখতে চান তার উপর রাইট ক্লিক করুন ।
০৬। প্রপারটিজ => কাস্টমাইজ => চেঞ্জ লগো => ব্রাউজার ক্লিক করুন ।
০৭। যে ডায়ালগ বক্স আসবে তা থেকে আপনার ছবি সিলেক্ট করে ওপেন করুন বা যে নামে ছবি সেভ করেছেন ফাইল নেম এর জায়গায় সে নাম লিখে ওপেন করুন ।
০৮। তারপর ওকে করুন => এপলাই ক্লিক করুন => ওকে করুন ।
ব্যস হয়ে গেল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন