আজ আমি আপনাদের ওয়েব ব্রাউজার এর কিছু সহজ ব্যাবহার এর সমন্ধে বলব, তবে এটা শুধুমাত্র মজিলা ফায়ারফক্স এর জন্য। আজকাল বাজারে অনেক ওয়েব ব্রাউজার ফ্রিতে পাওয়া যায় যেমন ক্রোম, সাফারি, অপেরা ইত্যাদি। এর মধ্যে মজিলা ফায়ারফক্স সবচেয়ে বেশী ব্যাবহার হয়ে থাকে, আর এটার ব্যাবহারও সহজ তাই আজ এটা নিয়েই আপনাদের আমার জানাটুকো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন জেনে নিই মজিলা ফায়ারফক্স এর কিছু সহজ ব্যাবহার। Address বার ব্যবহার করুন সহজ ভাবে: আমরা সাধারণত Address বার এ গিয়ে কোন একটি ওয়েবসাইটের Address লিখতে গিয়ে পুরো Address টা লিখি। যেমন ধরুন আপনি ফেসবুক এর পেজটি দেখতে চাচ্ছেন। Address বারে www.facebook.com লিখলেন। এন্টার প্রেস করলেন, চলে আসলো facebook এর লগইন পেজটি। আপনি চাইলে পুরো Address টি না লিখে শুথুমাত্র facebook লিখে Ctrl + Enter প্রেস করেই স্বার্থ সিদ্ধি করতে পারেন। তাহলে যেটা হবে এর আগে পরে যা কিছু থাকে আপনাকে তা টাইপ করতে হবে না। এক্ষেত্রে বলে রাখা দরকার যে ডোমেইন . com হলে "Ctrl + Enter, .net হলে "Sheft + Enter এবং .org হলে Ctrl + Shift + Enter" প্রেস করতে হবে। কি ওয়ার্ড এর ব্যবহার বুকমার্কে: আপনি শুধু Address বারে কি ওয়ার্ডটি টাইপ করবেন। তারপর কথা নাই বার্তা নাই এন্টার। ব্যাস, কাঙ্খিত ওয়েবসাইটটি লোড হয়ে যাবে। এর জন্য যে কোন একটি বুকমর্কের উপর রাইট ক্লিক করে প্রপারটিজে ক্লিক করুন। সেখানে বুকমার্ক বক্সটিতে নিজের ইচ্ছামত কি ওয়ার্ড বসিয়ে দিন। এখন আপনি Address বারে শুধু সেই কি ওয়ার্ডটিই টাইপ করবেন। এরপর এন্টার প্রেস করবেন। এক ট্যাব থেকে আরেক ট্যাবে: আমরা যারা ব্রাউজারে একসাথে অনেকগুলো ট্যাব চালু করি তাদের ঘন ঘন এক ট্যাব থেকে আরেক ট্যাবে যাওয়ার প্রয়োজন হয়। কাজটি মাউস দিয়েই আমরা সাধারনত করে থাকি। যদি এই কাজটি দূততার সাথে করতে চান তাহলে আপনাকে অবশ্যই কিবোর্ড এ হাত দিতে হবে। আর এজন্য, আপনার শর্টকাট কী এর জ্ঞান থাকা চাই। আপনি যে ট্যাব এ আছেন তার পরবতীট্যাব এ যাওয়ার জন্য Ctrl + Tab প্রেস করুন। আর আগের ট্যাবটিতে ফিরে যাবার জন্য প্রেস করুন ctrl +shift++tab” এখন ধরুন আপনি যে কোন একটি ট্যাব এ আছেন এবং "৬" নম্বর ট্যাব এ যেতে চান। এৰেত্রে ctrl+6 প্রেস করতে হবে। পাইপলাইনিং পদ্ধতি ব্যবহার: পাইপলাইনিং এমন একটি পদ্ধতি যাতে একই সাথে কোড, মিডিয়া ইত্যাদি লোড করা যায়। ফলে পেজটি দূততম লোডিং সম্ভব হয়। তবে এই পদ্ধতিটি ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার কারীদের জন্য। এ পদ্বতিActive করতেAddress বারে about:config টাইপ করে এন্টার প্রেস করুন। ফিল্টার বক্স এ network.http টাইপ করুন, এখন নিচ থেকে এক এক করে ক্লিক করুন network.http.pipelining এবং network.http.proxy.pipelining এ দুটি অপশন true করে দিন (ডাবল ক্লিক করে ) network.http.pipelining.maxrequest এ ডাবল ক্লিক করে ভ্যালু ১০ সেট করে দিন (বা আপনার পছন্দ মত মান ব্যবহার করুন), এখন ফাঁকা স্থানে (যেখানে কোন বাটন বা লিংক নেই) ক্লিক করে new-integer সিলেক্ট করুন। নাম দিন nglayout.initialpaint.delay এবাং ভ্যালু দিন জিরো হয়ে গেল পাইপলাইনিং। (বিঃ দ্রেঃ যে কোন পরিবর্তনের পর ব্রাউজারটি রিস্টার্ট করতে হবে) কিবোর্ড এর কিছু প্রয়োজনীয় শটকার্ট: ফাইন্ড (ইন পেজ ) - Ctrl+F ওয়েব সার্চ - Ctrl+K, Ctrl+E উইন্ডো এবং ট্যাব বিষয়ক ক্লোজ ট্যাব - Ctrl+W, Ctrl+F4 ক্লোজ উইন্ডো - Ctrl+Shift+W, Alt+F4 ডান পাশের ট্যাব - Ctrl+ বাম পাশের ট্যাব - Ctrl+ সর্ব প্রথম ট্যাব - Ctrl+ Home সর্ব শেষ ট্যাব - Ctrl+End নতুন ট্যাব - Ctrl+T নতুন উইন্ডো ট্যাব - Ctrl+N আনডু ক্লোজ ট্যাব - Ctrl+Shift+T আনডুক্লোজ উইন্ডো - Ctrl+Shift+N ব্যাক ( পেছনের পেইজে যেতে) - Alt+ বাBack Space ফরওয়ার্ড Alt+ বা Shift Back Space হোমপেজ Alt+Home রিলোড Fs বা Ctrl+R স্টপ (স্টপ লোডিং পেজ - Esc বর্তমান পেজবিষয়ক পেজের শেষ প্রান্তে - End পেজের উপারের প্রান্তে -Home পরবতী ফ্রেম -F6 পূর্বের ফ্রেম - Shift+F6 পেজ ইনেফো বিষয়ক পেজ উৎস - Ctrl +U প্রিন্ট - Ctrl+P সেভ পেজ অ্যাজ - Ctrl+S জুম ইন - Ctrl++ জুম আউট - Ctrl+- জুম রিসেট - Ctrl+O |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন