বুধবার, ২৫ মে, ২০১১

মিঊ টরেন্ট এর ক খ গ , (যারা আমার মত টরেন্ট বুঝেন না তাদের জন্য)






প্রথমেই বলি মিউটরেন্ট হল এমন একটা ডাওনলোড সফটওয়ার যা দিয়ে সহজেই আপনি টরেন্ট ফাইল নামাতে এবং টরেন্ট ফাইল আপলোড করতে পারবেন .

আপনার যা থাকতে হবে

০১. মিউ-টরেন্ট সফটওয়ার
০২. ইন্টারনেট কানেকশন ।

ধাপ ১ ।
সুবোধ বালক/বালিকার মত প্রথমেই সফটওয়ারটা নামিয়ে ফেলুন ।
তারপর মাউস দিয়ে দুইবার গুতা মারুন । দেখবেন রান করছে । এরপর যতবার ই নেক্সট আসবে ততবারি চোখ বুজে নেক্সট এ ক্লিক মারুন ।
এর পর ফিনিশ লিখা আসলে ক্লোজ করে বের হন ।

ধাপ ২।
এইবার ডেস্কটপ এ দেখুন মিঊ টরেন্ট এর একটা শর্টকাট আইছে ।
তো আবার চোখ বন্ধ করুন , আর দুইবার গুতা মারুন । দেখবেন মিউ-টরেন্ট খুলসে ।
ছবি আইব নিচের মত ।





ধাপ ৩।
এইবার হইল আসল কাম ,
আপ্নে তো আমার মত কিছুই বুঝেন না । তো আসেন আমরা বুঝতে চেষ্টা করি । দেখি আমরা সবাই মিলে বুঝতে পারি কিনা?




দেখুন বাম পাশে একটা find content লিখা আছে । অইটায় ক্লিক করেন । দেখুন একটা নতুন উইন্ডো আসছে । ওইখানে উপরে বক্স আছে । যেখানে Search The Web লিখা আছে ।
ওখানে গিয়ে আপনি যে মুভি বা ফাইল ডাওনলোড করবেন তার নাম লিখুন ।
ধরুন আপনি Troy মুভি টা নামাবেন ।
তাহলে অই বক্স এ Troy লিখে সার্চ দিন । দেখবেন আপনার ব্রওজার এ নতুন উইন্ডো অপেন হয়ে গুগল মামা কে দিয়ে খুজে বের করে দিয়েছে কত গুলা সাইট থেকে troy নামের মুভিটা নামাতে পারবেন ।

প্রথমেই দেখুন Troy XviD DVD-Rip English - FREE Torrent Download - ExtraTorrent ...
Troy XviD DVD-Rip English FREE torrent Download. ExtraTorrent.com.
extratorrent.com/.../Troy+XviD+DVD-Rip+English.torrent - Cached - Similar

এই লিখাগুলা আর সাইট আসছে । আপনি ক্লিক করে ভিতরে ঢুকুন ।

দেখুন নতুন পেজ এর নিচের দিকে ডাওনলোড লিখা আসছে ।


Download Troy XviD DVD-Rip English torrent (view torrent info) now:
* How to detect SPAM or FAKE? Before download this torrent read suggestions about spam or fake detection on our forum.

Download Torrent: Troy XviD DVD-Rip English
[ DOWNLOAD ]

অইটাতে ক্লিক করুন । দেখবেন ডাওনলোড শুরু হয়ে গেছে । ডাওনলোড এর জনয় যখন









দেখবেন অইটায় save file , আর open With নামএ দুইটা অপ্সহন আছে । আপনি open with ফিল করুন । তারপর বক্স এ ঢুকে চিত্রের মত U-Torent নির্বাচন করে ok দিন । দেখবেন আপনার মিউ টরেন্ট এ নতুন একটা উইন্ডো ওপেন হয়েছে । অইটায় গিয়ে আপনি ঠিক করে দিতে পারবেন আপনি কোন ড্রাইভ এ ফাইল নামাবেন । ভুলেও ফাইল ডাওণলোড চলার সময় ফাইল অন্য ড্রাইভ এ সরানোর চিন্তা করবেন না । বা পুরা ফাইল দেখে খুশি হবেন না । কারন পুরা মেগাবাইট দেখালেও পুরা ডাওনলোড কমপ্লিট হবার পর ই শুধু আপনি মুভি চালাতে পারবেন ।





দৃষ্টি আকর্ষনঃ
১। seed নামক একটা বস্তু থাকে । যেটা বুঝায় আপনি যে ফাইল্টা নামাবেন সেটা কতটূকু সহজ লভ্য ।
এজন্য যার যত বেশী সীড সেটা তত ভাল ভাবে দ্রুত নাম
বে। সীড ০ থ্যাক্লে ভুলেও সেটা ডাওনলোড করবেন না ।

০২ । আপনার নেট স্পীড যদি কম থাকে তাহলে যাতে অন্য কাজ ভাল মত করতে পারেন সে জন্য টাস্ক বারে যে মিউটরেন্ট এর আইকন থাকে তাতে রাইট ক্লিক করে download speed ও upload speed ১কেবিপিএস থেকে Unlimited করতে পারেন । ৩-৪ কেবিপিএস দিয়ে রাখবেন । দেখবেন আপনার ফাইল আপনি যখন কাজ করবেন তখন ১-২ দিন এর মধ্যে ডাওনলোড হয়ে বসে থাবে ।

০৩. আপনাকে অনুরধ ফাইল নামানোর পর টরেন্ট থেকে রিমুভ করবেন না । আপনি যদি রিমুভ করেন তার মানে একটা সীড কমে যাওয়া । আর অন্যের ডাওনলোড এ কিঞ্ছিত সমস্যা ।

০৪. আপ্নারা যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন । তাদের প্রভাইডার রা দেখবেন টরেন্ট সাইট প্রভাইট করে । যেগুলা থেকে ফাইল নামানোর স্পীড ১-২ এমবি পর্যন্ত হয় । আপনার অইসাইট গুলার ঠিকানা জ্জোগার করুন ১ জিবি নামাতে থাকুন ২০ মিন এ । 

০৫. যারা বিডি কম সহ এই সব প্রভাইডার এর নেট ব্যবহার করেন তারাhttp://www.daruchinibd.com/ এই টরেন্ট সাইট এ রেজিস্টার করে নিতে পারেন । এখানে স্পীড পাবেন নরমাল ৫০০কেবি আর হ্যাক করলে ১-২এমবি । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন