শনিবার, ২১ মে, ২০১১

ভুলে যাওয়া মোবাইল সিমের নাম্বার বের করুন খুব সহজেই...

আজকাল আমরা  অনেকেই একের অধিক মোবাইল সিম ব্যাবহার করে থাকি। দেখাযায় এক অপারেটর একটা অফার দিয়াছে অমনি সিম কিনে ফেলছি আবার কয়দিন পর আবার খুলেও ফেলছি। আমাদের কাছে এমনও সিম রয়েছে যেটার নাম্বার ভুলে গিয়েছি, শত চেস্টা করেও নাম্বার বের করতে পারছিনা। আমি আজ আপনাদের সেই সিমের নাম্বার বের করার নিয়ম জানাব, হয়ত অনেকের কাজে লাগতে পারে। আসুন তাহলে জেনে নিই কিভাবে ভুলে যাওয়া সিমের নাম্বান বের করব।

প্রথমে আপনি আপনার ভুলে যাওয়া সিমটি মোবাইলে ডুকিয়ে নিচে দেয়া নাম্বার গুলি ডায়াল করলেই আপনি আপনার হারিয়ে যাওয়া নাম্বার পেয়ে যাবেন

১। GP---*111*8*2# (prepaid)
২। GP---*111*8*3# (postpaid)
৩। ROBI---*140*2*4# or, call 1200 & press 4 (it's free)
৪। BANGLALINK---*666# or, *666*8*2#
৫। AIRTEL---*121*6*3#

এতে আপনার কোন টাকা কাটবেনা!!
এখন আর কোন টেনসান নাই । যত খুশি সিম ব্যাবহার করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন