উবুন্টু ইন্সটলেশন এর ধাপ সমুহ :
১। প্রথমে উবুন্টু লাইভ সিডি বা ডিভিডি দিয়ে কম্পিউটার বুট করতে হবে।
২। English সিলেক্ট করে Enter।
৩। এবার Installation Ubuntu সিলেক্ট করে Enter।
৪। এবার English সিলেক্ট করে Forward।
৫। Region এবং Time Zone সিলেক্ট করে দিতে হবে।
৬। Keyboard layout সিলেক্ট করে Forward।
৭। Partition করার জন্য Specify partitions manually (advance) সিলেক্ট করে Forward।
৮। এবার যে ড্রাইভ এ উবুন্টু সেটআপ করতে চান তা আগে হতেই খালি করে রাখতে হবে। সেই ড্রাইভ সিলেক্ট করে Delete করতে হতে।
৯। রুট পার্টিশন করার জন্য ফ্রি স্পেস সিলেক্ট করে Add এ ক্লিক।
পার্টিশন স্পেস, Use as এ পার্টিশন টাইপ (বাই ডিফল্ট Ext4 journaling file system) এবং Mount point এ / দিতে হবে।
১০। ৫০০ হতে ১০০০ মেগার সোয়াপ (swap) পার্টিশন করতে হবে। পার্টশন করা শেষ হতে Forward এ ক্লিক করতে হবে।
৯। এবার User name এবং Password দিতে হবে।
১০। সেটআপ শুরু করার জন্য Forward এ ক্লিক করতে হবে।
১১। উবুন্টু সেটআপ শুরু হতে। সেটআপ শেষ হতে সিডি বের করার মেসেজ দিবে। এখন আপনার কম্পিউটারে উবুন্টু ব্যবহার করার জন্য প্রস্তুত।
১৩। যদি আপনার কম্পিউটার এ আগে থেকেই উইন্ডোজ থাকে তাহলে কম্পিউটার বুট করার সময় উইন্ডোজ মেনু দেখাবে। এখান হতে উইন্ডোজ বা উবুন্টু সিলেক্ট করে দিতে হবে।
পৃষ্ঠার উপরে আসুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন