বৃহস্পতিবার, ২৬ মে, ২০১১

বাংলাদেশের প্রথম ফ্রী এন্টি পর্ণ সফটওয়্যার..

   ইদানিং আমাদের দেশে ইভটিজিং নামের একটি শব্দ অনেক বেশি শোনা যাচ্ছে। তবে ইভটিজিং এর জন্য আমরা কত টুকু দায়ী তা সঠিক ভাবে বলতে না পারলেও আমাদের দেশের টিনএজ ছেলেদের মাঝে এ সমস্য প্রায়ই দেখা যায়। আর এই সমস্যর অন্যতম প্রধান উৎস হচ্ছে পর্ণ থেকে। আজ আমাদের দেশের এর প্রভাব ব্যাপক ভাবে দেখা যাচ্ছে। ধ্বংসের মুখে আজ আমাদের এই তরুন সমাজ। পর্ণ নেশায় জড়িত এ সব তরুন-তরুনিদের প্রায় ৭০ ভাগই নষ্ট হয়ে যাচ্ছে শিক্ষায় প্রায় প্রাথমিক স্তরেই। 

বাংলাদেশের তরুন-তরুনিদের এই দূরাবস্থার এভাবে আর একটুকুও বাড়তে দেয়া যাবে না। এজন্য আপনাকেই নিজের এবং অন্যার প্রতি প্রতিরোধ গড়ে তুলতে হব। আর এই প্রতিরোধের কথা বিবেচনা করে “বাংলাদেশ সাইবার আর্মি” তৈরি করেছে বাংলাদেশের প্রথম ফ্রী এন্টি পর্ণ সফটওয়্যার BDAnti-Porn v1.0.0.0 প্রায় ৬০০+ ইন্টারন্যাসনাল ও বাংলাদেশী পর্ণ এর সাথে সংশ্লিষ্ট ওয়েব সাইট, চ্যাট সাইট, ইমেজ ও ভিডিও সাইট মাত্র এক ক্লিকে বন্ধ করতে পারবে এই BDAnti-Porn v1.0.0 

সফ্টওয়ারটি 
Click this link... এখান থেকে ডাউনলোড করে নিন। 

সফটওয়্যারটি ডাউনলোড করার পর BDAnti-Porn v1.0.0.exe তে ক্লিক করুন এবং SN.txt ফাইল থেকে ফ্রী পাসওয়ার্ডটি দিয়ে OK করুন এবং আপনার কম্পিউটার রিস্টার্ট করুন। এর পর আপনার কম্পিউটারের যেকোন ব্লাউজার থেকে BDAnti-Porn এর ডাটাবেজে থাকা কোন প্রকার পর্ণ সাইট ভিজিট করা যাবে না। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন