ফেসবুক সম্পর্কিত কিছু টিপস।
০১. সব সময় পরিচিত মানুষদের সাথে ফেন্সন্ডশিপ করুন।
০২. অপরিচিত মানুষের ফেন্সন্ড রিকোয়েস্ট গ্রহণ করা ঠিক নয়। তবে আপনার যদি বেশি জায়গায় লিঙ্ক থাকে, সে ক্ষেত্রে কনফার্ম হয়ে নিন, মানুষটা আপনাকে চেনে কিভাবে।
০৩. ফেসবুকে সব সময় ভালো গ্রুপে জয়েন করার চেষ্টা করুন।
০৪. ফেসবুকে অনেক ছেলে আছে যারা মেয়েদের বিরক্ত করতে বেশি ভালোবাসে, আবার অনেক মেয়েও আছে যারা আলতু-ফালতু স্ট্যাটাস দিতে ও অপরিচিত ছেলেদের সাথে আড্ডা দিতে আনন্দ বোধ করে। এদের এড়িয়ে চলুন। আপনি যদি ছেলে হয়ে থাকেন, তাহলে অপরিচিত মেয়েদের ব্যাপারে সচেতন থাকুন। একই কথা উল্টোভাবে মেয়েদের জন্যও প্রযোজ্য।
০৫. অনেক ছেলেকে দেখা যায়, ফেসবুকে মেয়েদের অশ্লীল ছবি ডাউনলোড করে মজা করতে খুব ভালোবাসে; বাজে কমেন্ট করে। এ ধরনের মানুষ আপনার পরিচিত হলে সৎ উপদেশ দিন। আর অপরিচিত হলে পারলে উপদেশ দেবেন। সে ক্ষেত্রে তারা অসুবিধা সৃষ্টি করলে সরাসরি ব্লক লিস্টে।
০৬. মেয়েদের উদ্দেশে বলছি, ফেসবুক ছবি আপলোড করার ব্যাপারে সতর্ক থাকুন। প্রোফাইলে ছবি দিতে হলে হিজাব পরা ছবি দিন। এটা আপনার জন্যই উপকারী। আর ছবি আপলোড করার পর একান্ত ফেন্সন্ড ছাড়া আর কেউ যাতে ছবি দেখতে না পারে সেভাবে প্রাইভেসি ঠিক করুন। কারণ আপনার সুন্দর ছবিটা নিয়ে অনেকেই শত্রুতা করতে পারে। তাই নিজেকে নিরাপদ রাখুন।
০৭. অনেকেই আছেন যারা নেটওয়ার্কিং করতে ভালোবাসেন ও গণহারে ফেসবুকে ফেন্সন্ডশিপ করেন। তারাও সতর্কতা অবলম্বন করুন। কারণ ভালোদের সাথে থাকলে নিজে যেমন ভালো হওয়া যায়, তেমনি অপরকে ভালো উপদেশও দেয়া যায়। ফেন্সন্ডলিস্ট বড় করা কৃতিত্ব নয়, বরং টেকনোলজিকে ভালোভাবে ও সুন্দর পথে ব্যবহার করতে পারাই কৃতিত্ব।
০১. সব সময় পরিচিত মানুষদের সাথে ফেন্সন্ডশিপ করুন।
০২. অপরিচিত মানুষের ফেন্সন্ড রিকোয়েস্ট গ্রহণ করা ঠিক নয়। তবে আপনার যদি বেশি জায়গায় লিঙ্ক থাকে, সে ক্ষেত্রে কনফার্ম হয়ে নিন, মানুষটা আপনাকে চেনে কিভাবে।
০৩. ফেসবুকে সব সময় ভালো গ্রুপে জয়েন করার চেষ্টা করুন।
০৪. ফেসবুকে অনেক ছেলে আছে যারা মেয়েদের বিরক্ত করতে বেশি ভালোবাসে, আবার অনেক মেয়েও আছে যারা আলতু-ফালতু স্ট্যাটাস দিতে ও অপরিচিত ছেলেদের সাথে আড্ডা দিতে আনন্দ বোধ করে। এদের এড়িয়ে চলুন। আপনি যদি ছেলে হয়ে থাকেন, তাহলে অপরিচিত মেয়েদের ব্যাপারে সচেতন থাকুন। একই কথা উল্টোভাবে মেয়েদের জন্যও প্রযোজ্য।
০৫. অনেক ছেলেকে দেখা যায়, ফেসবুকে মেয়েদের অশ্লীল ছবি ডাউনলোড করে মজা করতে খুব ভালোবাসে; বাজে কমেন্ট করে। এ ধরনের মানুষ আপনার পরিচিত হলে সৎ উপদেশ দিন। আর অপরিচিত হলে পারলে উপদেশ দেবেন। সে ক্ষেত্রে তারা অসুবিধা সৃষ্টি করলে সরাসরি ব্লক লিস্টে।
০৬. মেয়েদের উদ্দেশে বলছি, ফেসবুক ছবি আপলোড করার ব্যাপারে সতর্ক থাকুন। প্রোফাইলে ছবি দিতে হলে হিজাব পরা ছবি দিন। এটা আপনার জন্যই উপকারী। আর ছবি আপলোড করার পর একান্ত ফেন্সন্ড ছাড়া আর কেউ যাতে ছবি দেখতে না পারে সেভাবে প্রাইভেসি ঠিক করুন। কারণ আপনার সুন্দর ছবিটা নিয়ে অনেকেই শত্রুতা করতে পারে। তাই নিজেকে নিরাপদ রাখুন।
০৭. অনেকেই আছেন যারা নেটওয়ার্কিং করতে ভালোবাসেন ও গণহারে ফেসবুকে ফেন্সন্ডশিপ করেন। তারাও সতর্কতা অবলম্বন করুন। কারণ ভালোদের সাথে থাকলে নিজে যেমন ভালো হওয়া যায়, তেমনি অপরকে ভালো উপদেশও দেয়া যায়। ফেন্সন্ডলিস্ট বড় করা কৃতিত্ব নয়, বরং টেকনোলজিকে ভালোভাবে ও সুন্দর পথে ব্যবহার করতে পারাই কৃতিত্ব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন