রবিবার, ১৫ মে, ২০১১

ঘরে বসে ইন্টারনেটে রিচার্জ করুন আপনার মোবাইল..

ধরুন আপনার একটা জরুরি কল করতে হবে। কিন্তু আপনার মোবাইলে টাকা শেষ, বাইরে রাত অনেক হয়ে গেছে; কোন দোকান খোলা নেই, কাউকে মিসকল বা এসএমএস করে টাকা পাঠানোর কথাও বলতে পারছেন না। বা আপনি দেশের বাইরে থাকেন ।হয়ত আপনার বাবা, মা, বা ছোট ভাই অথবা বোনের মোবাইলে টাকা পাঠাতে হবে তখন কি করবেন ? অসুবিধা নেই যদি আপনার পকেটে থাকে ডিবিবিএল এটিএম কার্ড আর ইন্টারনেট সংযোগ। হা এখন আপনি ইচ্ছে করলেই আপনার অথবা যে কারও মোবাইলে ইন্টারনেটে বসেই টাকা রিচার্জ করতে পারবেন।  


২০০৯ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংক অনলাইনে লেনদেনের অনুমতি দেয়ার পরে বেসরকারি ব্যাংক ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড ২০১০ সালে ৪ঠা জুন থেকে (ডিবিবিএল) ইলেকট্রনিক লেনদেন ও কেনাকাটার সুবিধা (ই-পেমেন্ট) চালু করেছে। বর্তমানে বেশ কিছু ওয়েবসাইট থেকে অনলাইনে কেনাকাটার সুবিধা রয়েছে। দিনে দিনে কেনাকাটার ওয়েবসাইটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি পেওয়ানএক্স অনলাইন থেকে (কার্ডের মাধ্যমে) মোবাইল রিচার্জ করার সুবিধা দিচ্ছে। বর্তমানে শুধু ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটিডের কার্ড হোল্ডাররা এই সুবিধা পাবেন। পরে আরো ব্যাংকের গ্রাহকরা এই সুবিধা পাবেন।

অনলাইন থেকে মোবাইলে রিচার্জ পদ্ধতি ধাপে ধাপে বর্ণনা করা হলো।


১. এজন্য http://www.payflexi.com/            সাইটে যেতে হবে।



২. এখানে ফরমটি পূরণ করে Click here to Continue বাটনে ক্লিক করুন।




৩. এবার কনফরমেশন পেজে আসলে এখানে Click here to Continue বাটনে ক্লিক করুন।




৪. এখন পেজটি ডাচ্‌-বাংলা ব্যাংকের ইকমার্স পেজে আসবে। এখানে আপনার নাম, কার্ড টাইপ, কার্ড নম্বর, পাসওয়ার্ড দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে।




৫. এবার sslcommerz এর ওয়েবসাইট থেকে ম্যাসেজ আসলে Continue বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার মোবাইলে নির্দিষ্ট পরিমান রিচার্জ হবে এবং মোবাইলে নিশ্চিতকরন এসএমএস আসবে।

এবার আপনার ডাচ্‌-বাংলা ব্যাংকের একাউন্টের ব্যালেন্স চেক করে দেখুন টাকা (চার্জসহ) কর্তন করা হয়েছে।





এই পদ্ধতিতে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটিডের নেক্সাস এবং মাষ্টার কার্ড হোল্ডাররা ১০ টাকা থেকে শুরু করে মোবাইলে রিচার্জ করতে পারবে। বর্তমানে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক গ্রাহকরা প্রিপেইড এবং পোষ্টপেইডে এই সুবিধা পাবেন। ব্যাংক প্রোসেস ফি হিসাবে শতকরা ২.৫৫ টাকা প্রযোজ্য হবে।
এই পদ্ধতিটি ১০০% নিশ্চিত কারণ কার্ড হোল্ডাররা তাদের কার্ডের যাবতীয় তথ্য দিচ্ছে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটিডের ইকমার্স পেজে, অন্য কোন সাইটে নয়। আর এখানে অনলাইন ইমাচেন্ট সার্ভিস প্রভাইডার হচ্ছে sslcommerz। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন