ইংরেজিতে আমি বরাবরই কাঁচা । আবার আমাকে সংগীত প্রেমিও বলতে পারেন, ভালোবাসী গান শুনতে, তবে ইংরেজিতে কাঁচা হওয়ার দরুন গান শুনেই কথা বুঝিনা; তাই গানের ভাবটা ঐভাবে আসেনা । .
এজন্য যা করতে হবে। । নিচের লিংকে গিয়ে ফাইলে ডাউনলোড করুন, জিপ অবস্হায় আছে আনজিপ করুন । এটা একটা পোর্টেবল ভার্সন তাই ইনস্টল করার ঝামেলা নাই, যে কোনো ড্রিভে রেখে দেন । ডিফল্ট হিসেবে চিনিয়ে দেন আপনার পিসিকে, নেটে কানেক্ট থাকলে এটা নিজেই নামিয়ে নিবে গানের লিরিক।
লিংক
অনেক সময় গানের নাম থাকে না কিম্বা শিল্পীর নাম থাকেনা ঐ সময় গুলোতে চাইলে মেনুয়ালি খুঁজে নিতে পারেন । তবে খুজতে আপনাকে কোনো কষ্ট করতে হবে না, খালি গানের নাম ও শিল্পীর নাম দিয়ে দেন নিজেই খুঁজে নিবে নেট ঘেটে।
সাধারনত lrc ফরমেটে নামবে ফাইল গুলো. অটো স্ক্রল হবে এবং যে লাইন গুলো বাজছে ঐ লাইন গুলো হাইলাইট হবে। যদি কোনো কারনে হাইলাইট করা অংশের সাথে গানের কথা না মিলে তবে তা ঠিক করে নেয়ার অপশন আছে । সোর্স: লিংক
এজন্য যা করতে হবে। । নিচের লিংকে গিয়ে ফাইলে ডাউনলোড করুন, জিপ অবস্হায় আছে আনজিপ করুন । এটা একটা পোর্টেবল ভার্সন তাই ইনস্টল করার ঝামেলা নাই, যে কোনো ড্রিভে রেখে দেন । ডিফল্ট হিসেবে চিনিয়ে দেন আপনার পিসিকে, নেটে কানেক্ট থাকলে এটা নিজেই নামিয়ে নিবে গানের লিরিক।
লিংক
অনেক সময় গানের নাম থাকে না কিম্বা শিল্পীর নাম থাকেনা ঐ সময় গুলোতে চাইলে মেনুয়ালি খুঁজে নিতে পারেন । তবে খুজতে আপনাকে কোনো কষ্ট করতে হবে না, খালি গানের নাম ও শিল্পীর নাম দিয়ে দেন নিজেই খুঁজে নিবে নেট ঘেটে।
সাধারনত lrc ফরমেটে নামবে ফাইল গুলো. অটো স্ক্রল হবে এবং যে লাইন গুলো বাজছে ঐ লাইন গুলো হাইলাইট হবে। যদি কোনো কারনে হাইলাইট করা অংশের সাথে গানের কথা না মিলে তবে তা ঠিক করে নেয়ার অপশন আছে । সোর্স: লিংক
---------------------------------------------------------------------------------------------
অথবা এটাও দেখতে পারেন।
আপনি গান শুনছেন, অথচ লিরিক্স বুঝতে পারছেন না। আবার লিরিক্স টা খুব দেখতে ইচ্ছে হচ্ছে। নো টেনশন। আপনি এখন থেকে অডিও গান চালাবেন আর লিরিক্স গুলো আপনার মনিটরে এমনভাবে দেখাবে মনে হবে যে গানের সাথে লিরিক্স ভেসে ভেসে যাচ্ছে আপনার সামনে দিয়ে। ছোট্ট একটা সফটওয়্যার। নাম মিনিলিরিক্স। ডাউনলোড করুন এখান থেকে । অনেক প্লেয়ার এর সাথে কম্পাটিবল এটি।
লিমিটেশন :আপনার ইন্টারনেট কানেকশন চালু থাকতে হবে। গানের টাইটেল এবং আরটিস্ট সঠিক হতে হবে।একাধিক লিরিক্স খুজে পেলে আপনি লিরিক্স অপশন এ ক্লিক করে একটি সিলেক্ট করে দিন। বাংলা সব গানের লিরিক্স খুজে পাওয়া যায় না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন