ইন্টারনেট থেকে মোবাইলে ফ্রি এসএমএস করার বেশ কিছু ওয়েবসাইট আছে। এগুলোর বেশীরভাগেরই বিভিন্ন ধরনের সীমাবন্ধতা রয়েছে। তারপরেও বিনামূল্যে এসএমএস করা গেলে মন্দ কি! এজন্য সাইট টক মি ঠিকানাতে গিয়ে Sign Up এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন শেষে এসএমএস পাঠাতে Free SMS Message এ ক্লিক করে ইউজার-পাসওয়ার্ড দিয়ে যেকোন নম্বরে যত খুশি এসএমএস করা যাবে। প্রাপক অবশ্য সেন্টার হিসাবে Site Talk Me পাবে। আর এসএমএস করা যাবে ১৫০ অক্ষর পর্যন্ত। এছাড়াও সাইট টক মি সফটওয়্যার দ্বারা এই ব্যবহারকারী অন্য ব্যবহারকারীকে কল করতে পারবে। সফটওয়্যারটি উইন্ডোজ সহ বিভিন্ন মোবাইলে সমর্থন করে।
পৃষ্ঠার উপরে আসুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন