বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১

URL সংক্ষেপ করার দলে যোগ দিলো গুগল

Bit.ly আর টুইটার এর পর গুগলও যোগ দিলো সংক্ষিপ্ত URL ব্যবহারের দলে | গেলো সেপ্টেম্বরের শেষ দিনে গুগল তাদের সামাজিক ওয়েব ব্লগে এই ঘোষণা দিলো | goo.gl -এই ঠিকানায় গিয়ে যেকোনো বড় URL কে ছোট করা যাবে(চিত্র ১)
বলা বাহুল্য যারা নিজেদের ওয়েব এড্রেস টা সংক্ষেপ করতে চান , তাদের জন্যই এই সেবা | যে কেউ চাইলেই এটা কতে পারেন (লিঙ্কটা তো উপরে দেওয়াই আছে)| এছারাও যে ব্যাপার গুলো আমার ভালো লেগেছে , সেগুলি হলো: এই সংক্ষিপ্ত URLএর সাথে গুগল এনালাইটিক্স গুলি:
১. ট্রাফিক সৌর্স গ্রাফ
২. যে সাইট গুলি এই URL রেফার করেছে তার গণনা
৩. যে দেশগুলো থেকে এই URL দেখা হয়েছে , তার লিস্ট
৪. দর্শনার্থীর তালিকা
৫. যেসব ব্রাউজার এবং ওপারেটিং সিস্টেম থেকে দেখা হয়েছে সেগুলোর রাঙ্কিং , প্রভৃতি (চিত্র ২)

মজার ব্যাপার এই পরিসংখ্যান গুলো দিন, মাস, ক্ষণ - এই সময় বিভাজনে দেখা যাবে |তবে এই পরিসংখ্যান দেখার জন্য অবশ্যই জিমেইল একাউন্ট দিয়ে লগ ইন করা চাইজিনিসটা কাজের , কিন্তু Bit.ly এর বাজার ধরার জন্য গুগলকে ধকল পোহাতে হবে |

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন