বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১

ব্লক বা ব্যান হওয়া সাইট যেভাবে ভিজিট করবেন

অনেক সময় বিভিন্ন দেশের সরকার বা প্রতিষ্ঠান বিভিন্ন সাইট ব্লক বা ব্যান করে রাখেন। এরকম ব্লক করে রাখা সাইটগুলো সাধারণ ভাবে ভিজিট করা যায় না। কিন্তু একেবারেই যে যায় না তাও কিন্তু নয়। ব্লক করা সাইট যারা ভিজিট করতে চান তাদের জন্য এই পদ্ধতি-


সহজ সমাধান
*** অনেকেই Vidalia সেটাপ বা ব্যবহার করতে পারছেন না। তাই তিন ধাপের এই সহজ সমাধান দেয়া হলো।

১) নিচের লিঙ্কে গিয়ে Tor Browser Bundle ডাউনলোড করে সেটাপ করে নিন।
Click This Link

২) মজিলার সাইট থেকে টর বাটন সেটাপ করে নিন- Click This Link
(মজিলা ডাউনলোড করতে তাদের অফিসিয়াল সাইট mozilla.com বা এখানে ক্লিক করুন ।)

৩) আপনার ফায়ারফক্সে টর এনাবল করে নিশ্চিন্তে ব্রাউজ করতে থাকুন-



(বাকীটুকু আর না পড়লেও চলবে.. তবে Vidalia ব্যবহার করতে পারলে ভালো)
---

Vidalia

১) প্রথমে আপনাকে Vidalia নামের একটি সফটওয়্যার প‌্যাক ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
http://www.vidalia-project.net/download.php
(Stable Bundles থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ফাইল খুঁজে নিন।)

২) আপনি যদি মজিলা ফায়ারফক্স ব্যবহার করে থাকেন তাহলে সরাসরি সফটওয়্যারটি সেটাপ করে ফেলুন। আর মজিলা ব্যবহার না করে থাকলে মজিলা ডাউনলোড করে সেটাপ করে নিন।


ছবি: vidalia সেটাপ হচ্ছে।

৩) সফটওয়্যারটি সেটাপ করার পর TOR নামের একটি এক্সটেনশন সেটাপ করতে চাইবে। ইনস্টল বাটনে ক্লিক করে সেটাপ করে নিন।


৪) সবকিছু ঠিকঠাক মত হলে পিসি রিস্টার্ট দিন।

৫) পিসি বুটিং হওয়ার পর vidalia কন্ট্রোল প‌্যানেল দেখতে পাবেন। ওখান থেকে প্রয়োজনীয় অপশন পরিবর্তন করে নিতে পারবেন।



৬) মজিলা ফায়ারফক্স খুলে ডান দিকে নিচে দেখুন লেখা আছে 'Tor Disabled'। ওখানে ক্লিক করে 'Enable' করুন।


৭) এবার সিস্টেম ট্রে-তে থাকা vidalia'র আইকনে ক্লিক করে 'New Identity' কমান্ড দিয়ে যেকোন সময় নিজের আইপি পরিবর্তন করতে পারবেন।


ধন্যবাদ।

Click This Link

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন