রবিবার, ১৩ মার্চ, ২০১১

জিপি মডেম দিয়ে বাংলালিংকের ইন্টারনেট

অনেকের ধারনা জিপি মডেম দিয়ে অন্য অপারেটরের ইন্টারনেট ব্যবহার করা যায় না। কিন্তু ভুল সবই ভুল.. বাজারের অন্যান্য মডেম গুলোর মতোই জিপি মডেম। আপনি চাইলেই যে কোন অপারেটরের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
জিপি মডেম দিয়ে বাংলালিংকের ইন্টারনেট ব্যবহার  করা যায়?

প্রথমে গ্রামীণফোন মডেমের Software হতে
Tools > Options > Profile Management
Select করুন। তারপর বাংলালিংকের জন্য Profile Name : Banglalink-WEB type করুন (অন্যকিছুও দিতে পারেন)। APN Static Select করে blweb লিখুন। Access Number : *99***1# লিখুন। তারপর OK করে মেনু হতে বের হন। সবশেষে জিপি মডেমে বাংলালিংকের সিম ঢুকিয়ে গ্রামীনফোন মোডেমের Software এর প্রথম Form (Connection) হতে Profile Name : Banglalink-WEB Select করে Connect Click করুন। ব্যাস, দেখবেন বাংলালিংক ইন্টারনেট চলছে।
আপনি অন্য মোবাইল অপারেটর গুলোর APN এবং Access Number দিয়ে ট্রাই করতে পারেন। পদ্ধতি একই। শুধু APN এবং Access Number ভিন্ন হবে।

কিন্তু লক্ষণীয় ব্যপার হলো আপনি গ্রামীণ সিম বদল করে বাংলালিংক ব্যবহার করলেই ভাল স্পিড পাবেন এমন ভাবার কোন কারণ নাই। সব জায়গায় সব অপারেটরের স্পিড এক হবে এমন কোন কথা নাই। আপনার এলাকায় হয়তো অন্য অপারেটরের স্পিড ভাল পেতে পারেন। আপনি সবগুলো অপারেটরের সিম ব্যবহার করে দেখতে পারেন কোনটার স্পিড ভাল। যেটা ভাল মনে হবে সেটাই ব্যবহার করুন। সব অপারেটরের সিম আপনার কাছে নাও থাকতে পারে। সেক্ষেত্রে অন্যকারো থেকে হাওলাত নিয়ে ব্যবহার করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন