সোস্যাল নেটওর্য়াকে ফেসবুক এখন অনেক এগিয়ে এবং ক্রমশ জনপ্রিয় হচ্ছে এই ফেসবুক। আমাদের মাঝে অনেকেই যাদের ফেসবুক ছাড়া এক মূহুর্ত চলে না। হয়তো আপনি কোন বন্ধুর বাসায় গেলেন কম্পিউটার দেখেই লোভ লাগলো আপনার ফেসবুক একাউন্টে ঢু মারতে অথবা বাসা থেকে বের হয়েছেন চোখের সামনে দেখলেন সাইবার ক্যাফে নটিফিকেশন/আপডেট চেক করতে ঢুকে গেলেন। কিন্তু অনেক সময় এমন হয় আপনি অন্যের কম্পিউটারে আপনার ফেসবুক একাউন্ট ব্যবহার করার পর লগ-আউট করতে মনে নেই। এমনটা হতেই পারে স্বাভাবিক,... নো প্রবলেম এবার ফেসবুকে চালু হয়েছে রিমোট লগআউট সুবিধা। যা দ্বারা আপনি নিজের কম্পিউটার থেকে অন্যের কম্পিউটারে লগ-ইন করা কানেকশনগুলো বিছিন্ন করতে পারেন। কোন প্রকার ঝামেলা ছাড়াই...
রিমোট লগআউট সুবিধা :
রিমোট লগআউট করতে সর্বপ্রথম ফেসবুকে লগইন করুন তারপর উপরে ডানে Accounts থেকে Account Settings যান Account security তে ক্লিক করুন এখানে Login notifications এ দেখতে পাবেন অপশন'টি অফ করা আছে সেখানে অন করে দিন।
Notification methods (in addition to email) থেকে ক্লিক করে দিতে পারেন এতে অন্য কেউ বা অন্য কম্পিউটার থেকে আপনার একাউন্টে লগ ইন করলে দ্রুত মেইল বা SMS ( যদি আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্টেশন করা থাকে ) পাবেন।
তারপর সেভ করে দিন। এবার রিমোট লগআউট সুবিধা'টি আপনি পাবেন।
Most recent activity থেকে আপনার বর্তমান অবস্থান লগ-ইন করার সময় অবস্থান ব্রাউজার ইত্যাদি প্রদর্শিত হবে।
এছাড়া যদি অন্য কোন কম্পিউটারে আপনার ফেনবুক একাউন্ট সক্রিয় থাকে তবে Also active অপশনে প্রদর্শিত হবে।
এবং সে ক্ষেত্রে লগইন টাইম, স্থান, ব্রাউজার, অপারেটিং সিন্টেম ইত্যাদি দেখাবে।
যদি অন্যের কম্পিউটারে লগইন করা অবস্থা থেকে লগ আউট করতে চান তাহলে End activity তে ক্লিক করে লগ আউট হতে পারবেন।
পৃষ্ঠার উপরে আসুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন