মাইক্রোসফট নিয়ে আসলো তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭ এর প্রথম আনুষ্ঠানিক সার্ভিস প্যাক। নিরাপত্তা এবং স্ট্যাবিলিটির বিভিন্ন আপডেট নিয়ে বের হয়েছে এই সার্ভিস প্যাক। পাশাপাশি উইন্ডোজ ৭ এর বিভিন্ন ফিচারেও বেশ কিছু নতুনত্ব যোগ করা হয়েছে। এইচডিএমআই অডিও ডিভাইসে সংযোগ, এক্সপিএস ভিউয়ারের মাধ্যমে প্রিন্ট বা পিসি রিস্টার্টের পর ফোল্ডার রিস্টোরিং প্রভৃতি কাজগুলো এই সার্ভিস প্যাকে হবে আগের চেয়ে আরো ভালোভাবে। উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা সরাসরি সার্ভিসপ্যাক ১ এ আপগ্রেড হতে পারবেন মাইক্রোসফট এর সাইট থেকে। ৩২বিট উইন্ডোজ ৭ এর জন্য সার্ভিস প্যাকে আপডেট হতে ৭৫০ মেগাবাইট ডাউনলোড করতে হবে। ৬৪ বিটের জন্য এর পরিমাণ ১০৫০ মেগাবাইট। উইন্ডাজ এর স্টার্ট মেনু্য থেকে অল প্রোগ্রামস এ গিয়ে 'উইন্ডোজ আপডেট' এ ক্লিক করলেই স্বয়ংক্রিয়ভাবেই তালিকা চলে আসবে আপডেট প্যাকেজের। সেখান থেকে সার্ভিস প্যাক ১ নির্বাচন করে দিলেই সার্ভিস প্যাক ১ এ আপডেট হয়ে যাবে উইন্ডোজ ৭।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন