ফ্রিং এর মাধ্যমে আপনার মোবাইল থেকে স্কাইপ ব্যবহার করতে পারেন। অনেক মোবাইল হ্যান্ডসেটই ফ্রিং সাপোর্ট করে। আপনার হ্যান্ডসেট এর মডেল ফ্রিং সাপোর্টকরে কিনা তা http://www.fring.com থেকে জেনে নিন।
১. আপনার কম্পিউটার থেকে নিচের ওয়েব সাইটে যান:
http://www.fring.com
2. download এ ক্লিক করুন।
৩. তিনটি অপসন পাবেন। sms, wap বা pc এর সাহায্যে ফ্রিং ইনস্টল করার।
৪. pc অপসানে ক্লিক করুন।
৫. আপনার মোবাইল হ্যান্ডসেট এর মডেলের উপর নির্ভর করে বিস্তারিত ইন্সট্রাকসান এখানেই পাবেন।
যদি সরাসরি মোবাইলেই ডাউনলোড করতে চান তবে, মোবাইলের ব্রাউজার থেকে নিচের লিংকে যান:
১. m.fring.com এবং ডাউললোড এ ক্লিক করুন।
২. আপনার ই-মেইল এড্রেস দিন।
৩. ফ্রিং ডাউনলোড করুন।
৪. ইন্সট্রাকসান অনুযায়ী একাউন্ট সেটআপ করুন।
ভালোভাবে কথা বলতে হলে আপনার মোবাইলে ভালো ডাটারেট থাকতে হবে। শুধু জিপিআরএস এ ভালো মতো কথা বলা যাবে না। এজ বা ৩জি হলে বেশ ভালো সার্ভিস পাওয়ার সম্ভাবনা থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন