সোমবার, ১৭ জানুয়ারী, ২০১১

Youtube থেকে Video ফাইলকে Audio আকারে শোনা ও ডাউনলোড করা

টিউন।Youtube থেকে সাধারণত আমরা ভিডিও ফাইল দেখি ও ডাউনলোড করি।কিছু ফাইল আছে যেগুলোর শুধুমাত্র অডিও প্রয়োজন ভিডিও এর ততটা প্রয়োজন নেই।
যেমনটা আমার গতকাল হয়েছে।দুজন বক্তার তর্ক শুনছিলাম ডাউনলোড করার সময় দেখি অনেক বড় ।কিন্ত আমার ভিডিও দেখার তেমন প্রয়োজন নেই শুধু অডিও আকারে ডাউনলোড করলেই হবে ।তখন এই সাইটে গিয়ে লিংক প্রবেশ করে তাকে অডিওতে কনভার্ট করার পর ডাউনলোড করলাম।
সেই সাথে শুনারও ব্যবস্থা আছে।
ফলে ফাইলটার আকারও অনেক কমে আসলো।
যেমন ভিডিও ফাইল যেটা ১৮মেগাবাইট সেটা ৪মেগাবাইট-এ নেমে আসলো।
এই ওয়েবসাইটে Standard কোয়ালিটি এবং High Quality উভয় ফরম্যাটে নামানো যাবে।
তবে আমি দেখেছি High এর চেয়ে Standard ই ভালো।কারণ এতে ফাইলের মানের তেমন পরিবর্তন হয় না বরং আকার কমে আসে।
এক্ষেত্রে আইডিএম ও মজিলা ফায়ারফক্স ব্যবহার বেশ ভালো।
ওয়েবসাইটটির ঠিকানা:
http://www.listentoyoutube.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন