শুক্রবার, ২১ জানুয়ারী, ২০১১

মডেমের স্পীড দ্বিগুণ

উইন্ডোজের কন্ট্রোল প্যানেল থেকে ফোন এন্ড মডম অপশন্স- এ যেতে হবে। মডেমস্ ট্যাব থেকে নিজের মডেমটি সিলেক্ট করতে হবে। প্রোপার্টিজে যেতে হবে। প্রোপার্টিজের এডভান্স ট্যাবের এক্সট্রা সেটিংস্- এ এক্সট্রা ইনিশিয়ালাইজেশন কমান্ডস- এ যা লিখতে হবে তা হচ্ছে AT&FX
লিখে ওকে করে বেরিয়ে এসে পিসি রিষ্টার্ট করতে হবে।
ফলাফল: মডেমের স্পীড দ্বিগুণ হবে (২৩০ কেবিপিএস হলে তা ৪৬০ হয়ে যাবে)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন