অনেকে হয়তো চাইবেন কম্পিউটার চালু বা বন্ধ হওয়ার সময় আপনাকে সালাম জানাক কিংবা
সুরেলা কণ্ঠে একটা গান বেজে উঠুক। আর আপনার নিজের কণ্ঠের গান হলেতো আরো ভাল লাগবে। যা শুনে বন্ধু বান্ধব নিশ্চয় আশ্চর্য হবে। কিংবা আপনি চান যে কোন একটা ডিসপ্লে মিনিমাইজ বা মেক্সিমাইজ করার সময় আপনারই নির্দিষ্ট করে দেয়া কথাটা বলবে- যেমন- আল্লাহু আকবার, সুবহান আল্লাহ কিংবা আপনার পছন্দ মত অন্য কোন কথা। যারা এমনটি চান তারা এখনি কাজটা করে ফেলুন;আপনার কথাগুলো wav মোডে রেকর্ড করুন বা কনর্ভাট করুন।
সুরেলা কণ্ঠে একটা গান বেজে উঠুক। আর আপনার নিজের কণ্ঠের গান হলেতো আরো ভাল লাগবে। যা শুনে বন্ধু বান্ধব নিশ্চয় আশ্চর্য হবে। কিংবা আপনি চান যে কোন একটা ডিসপ্লে মিনিমাইজ বা মেক্সিমাইজ করার সময় আপনারই নির্দিষ্ট করে দেয়া কথাটা বলবে- যেমন- আল্লাহু আকবার, সুবহান আল্লাহ কিংবা আপনার পছন্দ মত অন্য কোন কথা। যারা এমনটি চান তারা এখনি কাজটা করে ফেলুন;আপনার কথাগুলো wav মোডে রেকর্ড করুন বা কনর্ভাট করুন।
আপনার কথাগুলো wav মোডে রেকর্ড করুন বা কনর্ভাট করুন। মানে হলো অডিওগুলো এমপি থ্রি হলে কাজ করবেনা .wav হতে হবে।
প্রোগ্রাম ইভেন্ট সিলেক্ট করে আপনার রেকর্ড করা কথা/গানগুলো এবং সাউন্ড বক্স থেকে সেট করুন। - Programm event লিখার নিচে থেকে কথাগুলো যে সময় বাজাতে চান তা সিলেক্ট করুন যেমন- Exit window select করুন আর sound বক্স থেকে আপনার সাউন্ড ফাইল (যা আপনি রেকর্ড করেছেন) সিলেক্ট করুন।
তারপর Apply & OK
তারপর আপনার কম্পিউটারের সি ড্রাইভস্থ উইন্ডোজ ফোল্ডার ওপেন করে মিডিয়া নামক সাব ফোল্ডারটি খুজে বের করুন। আপনার রেকর্ডকরা কথা/গানগুলো এখানে পেস্ট করুন।
তারপর কন্ট্রোল প্যানেল থেকে সাউন্ট এন্ড অডিও ডিভাইস ওপেন করুন।
সাউন্ড ট্যাব সিলেক্ট করে, প্রোগ্রাম ইভেন্ট সিলেক্ট করে, আপনার রেকর্ড করা কথা/গানগুলো এবং সাউন্ড বক্স থেকে সেট করুন। তারপর এপ্লাই / ওকে করে বেরিয়ে যান।
অনেকটা এভাবে>
দেখবেন আপনার কম্পিউটার এখন আমার শিখিয়ে দেয়া কথাগুলো বলে।
প্রোগ্রাম ইভেন্ট সিলেক্ট করে আপনার রেকর্ড করা কথা/গানগুলো এবং সাউন্ড বক্স থেকে সেট করুন। - Programm event লিখার নিচে থেকে কথাগুলো যে সময় বাজাতে চান তা সিলেক্ট করুন যেমন- Exit window select করুন আর sound বক্স থেকে আপনার সাউন্ড ফাইল (যা আপনি রেকর্ড করেছেন) সিলেক্ট করুন।
তারপর Apply & OK
তারপর আপনার কম্পিউটারের সি ড্রাইভস্থ উইন্ডোজ ফোল্ডার ওপেন করে মিডিয়া নামক সাব ফোল্ডারটি খুজে বের করুন। আপনার রেকর্ডকরা কথা/গানগুলো এখানে পেস্ট করুন।
তারপর কন্ট্রোল প্যানেল থেকে সাউন্ট এন্ড অডিও ডিভাইস ওপেন করুন।
সাউন্ড ট্যাব সিলেক্ট করে, প্রোগ্রাম ইভেন্ট সিলেক্ট করে, আপনার রেকর্ড করা কথা/গানগুলো এবং সাউন্ড বক্স থেকে সেট করুন। তারপর এপ্লাই / ওকে করে বেরিয়ে যান।
অনেকটা এভাবে>
দেখবেন আপনার কম্পিউটার এখন আমার শিখিয়ে দেয়া কথাগুলো বলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন