শুক্রবার, ৭ জানুয়ারী, ২০১১

কম্পিউটারে নট রেসপন্ডিং প্রোগ্রাম বন্ধ

উইন্ডোজ এক্সপিতে Not Responding লেখা বার্তা এলে Close বাটনে ক্লিক করতে হয়। ফলে সব কাজ বন্ধ হয়ে যায়। এ সমস্যাটি এড়ানোর জন্য Start থেকে Run-এ গিয়ে regedit লিখে Enter চাপুন। এখন HKEY_CURRENT_USER/Control Panel/Desktop-এ যান। এবার ডান পাশের AutoEndTask অপশনে দুবার ক্লিক করুন এবং এখানে Value data হিসেবে ০-এর পরিবর্তে ১ লিখে বের হয়ে আসুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন