মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০১১

গরম খবর (উইনডোজ 7 ইউজারদের জন্য)

বাংলাদেশীদের জন্য বাংলা ভাষার উইনডোজ ল্যাংগুয়েজ প্যাক ছেড়েছে মাইক্রোসফ্ট। অর্থাত্‍ এই ছোট্ট (2.5 মেগা) ল্যাংগুয়েজ প্যাক ইনস্টলের মাধ্যমে আপনি পাচ্ছেন আমাদের মাতৃভাষায় বাংলা উইনডোজ 7 B-)

এখন আর আপনাকে দাদাদের কলিকাটার বিশুদ্ধ (!) বাঙলাকে ভয় করতে হবে না।
এই প্রসঙ্গে আমার প্রথম xp তে বাংলা (দাদাদের বাংলা প্যাক) ব্যাবহারের অভিজ্ঞতাটা আপনাদের বলি।
অনেক আশা নিয়ে xp তে দাদাদের বাংলা প্যাক ইন্সটল দিয়ে pc রিস্টার্ট করলাম। পুরা স্ক্রীন খালি। রিসাইকেন বিন থাকার কথা - কিন্তু গেল কই??!!! এক কোনায় রিসাইকেন বিনের আইকন খুজে পেলাম - সেটার নিচের লেখা দেখে দাদাদের বাংলা ভাষার জিনিস ব্যাবহারের সখ আমার জন্মের মত মিটে গেছে।
দাদরা recycle bin এর অনুবাদ করেছেন 'পুনরায়ন বাক্স' :D :P :-*

এর পর থেকেই আশায় ছিলাম বাংলাদেশীদের জন্য বানানো ল্যাংগুয়েজ প্যাকের। উইনডোজ 7 এ পূর্ণাঙ্গ ভাবে সেটি পাওয়া গেলো ;)



দাদাদের বাঙলাকে মাইক্রোসফ্ট নাম দিয়েছে Bengali language pack, আর বাংলাদেশীদের বাংলার নাম দিয়েছে Bangla language pack :D

ডাউনলোড করুন এখান থেকে

64 বিটের জন্য এখানে


আনইনষ্টলের জন্য এইখানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন