সোমবার, ২৭ ডিসেম্বর, ২০১০

দারুণ একটি ইউটিলিটি সফটওয়্যার

উইন্ডোজ ব্যবহার করতে করতে এক সময় অনেক ভারী হয়ে যায় কারণ আমরা যখনই পিসিতে কোন একটি কাজ করি সাথে সাথে কাজটির জন্য বিভিন্ন টেম্পোরারী ফাইল তৈরী হয়। কিছু হিস্ট্রি হিসাবে, কিছু টেম্পোরারী সেভ ফাইল হিসাবে, নানারকম শর্টকাট হিসাবে ইত্যাদি আর তখন আমাদের পিসিগুলো হয়ে যায় অত্যন্ত স্লো, যা যেকোন কাজে বিরক্তির সৃষ্টি করে। আমরা যদি এই ফাইলগুলো মুছে দিতে চাই এটি হয় বিশাল ঝামেলাপূর্ণ কাজ আবার অনেকক্ষেত্রে বিপজ্জনক কারণ এতে গুরুত্বপূর্ণ ফাইল এতে মুছে যেতে পারে। আবার আমরা কিন্তু সহজে ধরতে পারিনা যে আমাদের কম্পিউটারে একই ফাইল বার বার আছে কিনা। যখইন আমরা ইন্টারনেটে প্রবেশ করি তখন থেকে ইন্টারনেট হিস্ট্রি রেকর্ড হতে থাকে বা যে সাইটগুলো ব্রাউজ করছি তার ফাইলগুলো অনেকসময় থেকে যায়। এরকম নানা বিষয় মিলে আমাদের কম্পিউটার স্লো হয়। যাক, আমি আপনাদের একটি সফটওয়্যারের সাথে পরিচয় করাচ্ছি যা আপনার এইসকল কাজগুলো নিজেই করে দেবে অনেক সহজে। সফটওয়্যারটির নাম গ্লারি ইউটিলিটিজ প্রো এই সফটওয়্যারটিতে আপনি যা পাবেন:


> Porn cleanup

> Registry Cleaner

> Shortcuts Fixer

> Uninstall Manager

> Startup Manager

> Memory Optimizer

> Context Menu Manger

> Bs Registry Defragment

> Copy Protection

> Porn Shredder

> Porn Encrypt & decrypt

> File Undelete

> Disk Analysis

> Duplicate file finder

> Empty Folder Finder

> File Splitter & Joiner

> Process Manager

> Internet Explorer Assistant

> Windows Standard Tools

সব মিলিয়ে একরকম ভ্যারাইটিজ সুবিধা সম্পন্ন ইউটিলিটি সফটওয়্যার আপনি দ্বিতীয়টি খুজে পাবেন না। ব্যবহার করেই দেখুন। ধন্যবাদ

ডাউনলোড লিংক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন