পিসির অনিচ্ছাকৃত শাটডাউন বন্ধ করুন
ভাইরাস আক্রান্ত হলে বা উইন্ডোজে কোন ত্রুটি দেখা দিলে অনেক সময় কম্পিউটারে হঠাৎ করে ম্যাসেজ আসে This system is shutting down. Please save all work in …. সাথে একটা টাইম কাউন্ট শুরু হয় যা 00 হবার পর কম্পিউটার বন্ধ হয়ে যায়।অনেক কারনে এটা হতে পারে এর মধ্যে অন্যতম কারণ হল Virus। এই সব Virus গুলো System32 এর বিভিন্ন ফাইল নষ্ট/করাপ্ট করে দেয় ফলে মাঝে মাঝে এই সব ম্যাসেজ আসে। আপনাদের জানাচ্ছি কিভাবে এই মেসেজটি বন্ধ করে পিসির শাটডাউন প্রক্রিয়াটি তাৎক্ষণিকভাবে বন্ধ করবেন। খুব সহজে এটা করা যায়। Start > Run এ গিয়ে Shutdown -a লিখে এন্টার দিলে দেখবেন মূহুর্তের মধ্যে মেসেজটি চলে গেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন