এক সঙ্গে একই ব্রাউজারে একাধিক জিমেইল অ্যাকাউন্ট খোলা যাবে
জিমেইলে অ্যাকাউন্ট সাইন ইন করে একাধিক মেইল ঠিকানা ব্যবস্থাপনার সুবিধা চালু করেছে গুগল। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ফিচারটির উদ্বোধন করা হয়। গুগল জানিয়েছে, প্রয়োজনের তাগিদেই অনেকে একাধিক ই-মেইল ঠিকানা ব্যবহার করে থাকেন। ই-মেইল ইনবক্স পরীক্ষা এবং অন্যান্য কাজে সবগুলো অ্যাকাউন্টে আলাদাভাবে লগ-ইন করতে হয়। আলাদাভাবে লগ-ইন করায় অনেক বেশি সময় লাগে ব্যবহারকারীদের। এ সীমাবদ্ধতা দূর করার জন্য 'ই-মেইল ডেলিগেশন' ফিচার চালু করা হয়েছে। নতুন ফিচারটি একবার চালু করে ব্যবহারকারীরা একটি ই-মেইল অ্যাকাউন্টে লগ-ইন করে এক ক্লিকেই অপর অ্যাকাউন্টগুলোতে চলে যেতে পারবেন। এজন্য আলাদা করে লগ-ইন করতে হবে না। ফিচারটি চালু করার জন মূল জিমেইল অ্যাকাউন্টটিতে সাইন-ইন করতে হবে। এবার সেটিংস থেকে 'অ্যাকাউন্টস অ্যান্ড ইমপোর্ট' বিভাগে যেতে হবে। এরপর 'গ্রান্ড অ্যাক্সেস টু ইওর অ্যাকাউন্ট' বিভাগের মাধ্যমে মেইল ঠিকানা যুক্ত করে নিতে হবে। এরপর মূল অ্যাকাউন্টে লগ-ইন করে উপর থেকে একটি থেকে আরেকটি অ্যাকাউন্টে যাওয়া যাবে। মেইল দেখার পাশপাশি সবগুলো সেটিংস কাস্টোমাইজ করার সুবিধাও পাওয়া যাবে ফিচারটির মাধ্যমে। এর আগে তৃতীয় পক্ষের টুলসের মাধ্যমে একাধিক মেইল ঠিকানার ই-মেইল পরীক্ষা করা গেলেও সেটিংস কাস্টোমাইজ করার সুযোগ ছিল না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন