বুধবার, ১৫ ডিসেম্বর, ২০১০

গুগল সার্চ কে কাজে লাগান নতুন ভাবে > ৫টি অসাধারন ট্রিক্স

ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।আমরা প্রায় সকলেই ব্যবহার করি।
তবে, অনেক সময়ই পার্ফেক্ট রেজাল্ট খুজে বের করতে পারি না।

আমি এমন কিছু ট্রিক্স তুলে ধরবো, যা এসব ক্ষেত্রে কাজে লাগবে।

তাহলে শুরু করা যাক,
( ট্রিক নম্বর ১ : সাইট থেকে ফাইল সার্চ )
বেশিরভাগ শেয়ারিং সাইটেই সাধারনত সার্চ ইঞ্জিন থাকেনা । গুগল দিয়ে সেসব সাইটের ফাইল খুব সহযে সার্চ করতে পারবেন ।
যেমন, মিডিয়াফায়ারের ফাইল সার্চ দিতে চাইলে প্রথম লিখবেন, Site:Mediafire.com তারপর স্পেস দিয়ে ফাইল টাইপের নাম লিখুন ( যেমন;mp3,zip ইত্যাদি)(একাধিক টাইপের ফাইল সার্চ করতে মাঝখানি “|” চিহ্নটি দিতে হবে ) স্পেস দিয়ে যা সার্চ করতে চান তা লিখুন ।

ধরি আপনি মিডিয়াফায়ার থেকে আর্টসেলের গান সার্চ করতে চাচ্ছেন তাহলে লিখবেন,
Site:mediafire.com Mp3|wma|aac|wav “artcell”
এভাবে যদি ভিডিও সার্চ করতে চান তাহলে ফাইল টাইপের জায়গায় লিখবেন,
asf|rm|avi|mp4|wmv|flv
জিপ ফাইল সার্চ করতে চাইলে,
zip|rar|7zip|tar
এপ্লিকেসনের জন্য লিখবেন,
exe
আর ইবুক এর জন্য লিখবেন,
pdf


( ট্রিক নম্বর ২ : গান সার্চ )
গুগল সার্চ দিয়ে চাইলে বিভিন্ন ওয়েব সাইটের ইনডেক্স থেকে গান ডাউনলোড করতে পারবেন
এজন্য সার্চের শুরুতে লিখবেন intitle:”index.of” তারপর ফাইল টাইপের নাম লিখবেন স্পেস গানের / ব্যান্ডের/ শিল্পীর নাম লিখবেন ।
ধরি আপনি শিরনামহীনের গান ডাউনলোড করতে চাচ্ছেন তাহলে লিখবেন,
intitle:”index.of”(mp3|mp4|avi) “shironamhin”

( ট্রিক নম্বর ৩ : ইবুক সার্চ ) গুগল দিয়ে ইবুক সার্চ করাও খুব সহজ
ইবুক সার্চের জন্য প্রথম বইয়ের নাম লিখুন তারপর স্পেস দিয়ে filetype:pdf লিখুন,
যেমন; himu filetype:pdf
এভাবে সার্চ দিলে বিভিন্ন সাইটে থাকা ইবুকগুলো সহজেই খুজে পাবেন

( ট্রিক নম্বর ৪ : সিরিয়াল কি সার্চ )
নেট থেকে কোনো ফ্রি সফটয়্যার ডাউনলোড করলে অনেক সময়ই দেখা যায় তা ট্রায়াল ভার্শন থাকে ।ডাউনলোড করা সফটয়্যারটি এক্টিভেট রাখতে হলে প্রয়োজন পরে সিরিয়াল কি র । গুগোল দিয়ে এই সিরিয়াল কি খুব সহযেই খুজে বের করতে পারবেন।
সিরিয়াল কির জন্য সার্চের শুরুতে 94fbr কোডটি লিখুন স্পেস দিয়ে যে সফটয়্যারটির সিরিয়াল কি চান তার নাম লিখুন
যেমন; 94fbr avast


(ট্রিক নম্বর ৫ : ক্রেক,কিজেন সার্চ )
অনেক সময় সফটয়্যার এর সিরিয়াল কি খুজে পাওয়া যায় না । তখন ক্রেক বা কিজেনের প্রয়োজন পরে । গুগোল সার্চ দিয়ে ক্রেক বা কিজেনও খুজে পেতে পারেন খুব সাধারন পদ্ধতি অনুসরন করে ।
এজন্য প্রথমে যে সফটয়্যারের ক্রেক চান তার নাম লিখুন তারপর স্পেস দিয়ে FBR94 কোডটি লিখুন
যেমন;avast FBR94
একটু টিপস: গুগল সার্চ বক্সের এক Advanced search নামের একটি অপসন আছে যা অনেকেরই নজরে পরে না। সেখানেও নানা ভাবে সার্চ করার সুযোগ পাবেন ।
তাছাড়াও, গুগল সার্চের অসংখ্য সুবিধা রয়েছে।
এখানে দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন