বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০১০

ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!!

আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম মেসেঞ্জার ব্যবহার করি। এই সকল মেসেঞ্জারের মধ্যে ইয়াহু মেসেঞ্জার, নিমবাজ, ডিগসবি, পিজিন প্রভৃতি অনেকের কাছেই জনপ্রিয়। মাল্টিপ্রটোকলিক মেসেঞ্জার হিসেবে নিমবাজ, ডিগসবি আর পিজিনই সকলেই ব্যবহার করে থাকে। ইয়াহু মেসেঞ্জার মাল্টিপ্রটোকলিক মেসেঞ্জার নয়। এটি দিয়ে কেবলমাত্র ইয়াহুতে চ্যাট করা যায়। অনেক আগে আমার একটা ইচ্ছা ছিল ইয়াহু মেসেঞ্জারের এমন একটি প্লাগইন খুজে বের করবো যেটি দিয়ে ফেসবুকে চ্যাট করা যাবে। কিন্তু আর সম্ভব হল না। বর্তমানে ইয়াহুর নতুন ভার্শন Yahoo! Messenger 11.0.0.1751 Beta বের হল । এটিতে ফেসবুক প্রটোকল যুক্ত করা হল। আমার অপেক্ষার অবসান ঘটলো। নতুন ভার্শনটি ডাউনলোড করে সেটআপ দিলাম আর পেয়ে গেলাম Link to Facebook অপশনটি । এখানে প্রবেশ করে সবকিছু ওকে করাতেই লগইন হয়ে গেলাম ফেসবুকে।অনেকেই বলবেন আমি নিমবাজ/ডিগসবি/পিজিন ব্যবহার করি। এগুলো আমিও ব্যবহার করেছি কিন্তু শেষ ইয়াহুতে ফিরে এলাম। পিজিনে বাংলা সাপোর্ট করে না। নিমবাজ/ ডিগসবিতে বাংলা সাপোর্ট করলেও এদের সকলের ক্ষেত্রে কিছু না কিছু প্রবলেম থাকে। আসলে মাল্টিপ্রটোকলিক মেসেঞ্জারে একটু প্রবলেম হওয়াটা সাভাবিক। এ সকল মেসেঞ্জার হতে ফ্রেন্ড লিস্টের আইডল আবস্থা ধরা যায় না, কোন কোন ফ্রেন্ডকে লিস্টে পাওয়া যায় না যদিও তারা ফেসবুকে ঠিকই আছে। মাঝে মাঝে অফলাইন অনলাইন প্রবলেম দেখায়। যাইহোক ইয়াহুতে ফেসবুক সংযুক্ত হওয়ায় আপনি যদি সন্তুষ্ট থাকেন তাহলে নিচের লিংক হতে ইয়াহু নতুন ভার্শনটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।Download1 ইয়াহু মেসেঞ্জার হতে ফেসবুকে চ্যাট করুন (ইয়াহু মেসেঞ্জারের আপডেট ভার্শনYahoo! Messenger 11.0.0.1751 Beta) !!! | Techtunes

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন