সোমবার, ৮ নভেম্বর, ২০১০

Windows media player ও মিউজিক প্লেয়ারে আপনার ছবি

আমরা যখন Windows media player ও মিউজিক প্লেয়ারে mp3 গান প্লে করি তখন অনেক গানের সাথে আমরা বিভিন্ন ছবি দেখতে পাই। সব গানের সাথে যদি আমাদের ছবি থাকত তাহলে কেমন হত! আপনিও পারবেন এমপি-৩ গানের সাথে আপনার ছবি এড করতে। এবার আসুন কিভাবে ছবি এড করবেন তা শিখি

প্রথমে আপনি Windows media player এ যে কোন একটি Mp3 গান প্লে করুন। তারপর Windows media player এর ডানপাশে যে খানে গানের নাম শো করছে তাতে মাউসের রাইট বাটনে একটি ক্লিক করুন। এবার Advance tag editor নামে একটি অপশন পাবেন তাতে ক্লিক করুন। এখন Album info title info Picture comments নামে অপশন পাবেন। যদি আপনি গানে আপনার নাম লিখতে চান তাহলে title ক্লিক করে আপনার লিখা লিখুন। এবার আসুন কিভাবে ছবি সেট করবেন। এখন Picture এ ক্লিক করে Add এ ক্লিক করে আপনার ছবি সেট করে নিন। এবার এই গানটি আবার প্লে করুন। দেখুন Windows media player এ আপনার ছবি ভাসছে। আর একটা কথা আপনি এই গানটি নকিয়া মোবাইলে প্লে করলে মিউজিক প্লেয়ারে আপনার ছবিটি দেখা যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন