রবিবার, ১৪ নভেম্বর, ২০১০

নিজেই তৈরি করুন Windows 7 এর জন্য Themes Pack

আপনি ইচ্ছে করলে Windows 7 এর  Theme নিজেই তৈরি করে নিতে পারেন। একটি Theme এ নিচের কটেন্ট গুলো থাকেঃ
1.     Desktop Wallpaper
2.     Screensaver
3.     Sounds
4.     Slideshows
5.     Color of the theme
6.     Mouse Pointers
7.     Desktop icons
W7 theme নিজেই তৈরি করুন Windows 7 এর জন্য Themes Pack | Techtunes
এগুলো আপনি নিজের ইচ্ছে মত সিলেক্ট করে নিজেই একটি Theme Pack তৈরি করে নিতে পারবেন নিচের ধাপ গুলো অনুসরন করে।
1.     আপনার Desktop এ Right Click করুন এবং Select Personalize from Context Menu সিলেক্ট করুন।
screensaver1 নিজেই তৈরি করুন Windows 7 এর জন্য Themes Pack | Techtunes
2.     এবার desktop background এ ক্লিকরুন Theme এর জন্য  background wallpaper  সেট করার জন্য।
3.     এবার Browse এ ক্লিক কিরুন  wallpapers এর ফোল্ডার দেখিয়ে দেয়ার জন্য।
4.     slideshow feature এর জন্য check images/wallpapers  সিলেক্ট করুন আপনার Theme  এর জন্য। এবং save changes এ ক্লিক করুন।
windowscolor নিজেই তৈরি করুন Windows 7 এর জন্য Themes Pack | Techtunes
5.     Windows color সেট করুন আপনার Theme এর জন্য ।এটি দ্বারা windows, background, এবং cursor এর color  Change হবে।
6.     Sound এ ক্লিক করুন Sound সেট করার জন্য।
7.     Screen Saver এ ক্লিক করুন Theme এর Screen Saver দেয়ার জন্য।
savetheme নিজেই তৈরি করুন Windows 7 এর জন্য Themes Pack | Techtunes
8.     সব  setting ঠিক করার পর save theme option in your personalization এ ক্লিক করুন।
9.     Theme এর নাম লিখুন এবং  theme pack as save type সিলেক্ট করুন।
10.    এবার আপনার তৈরি কৃত Theme pack এ ডাবল ক্লিক করুন এবং এটি Install করুন। এবং আপনার নিজের তৈরি Theme ব্যবহার করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন