সোমবার, ১৫ নভেম্বর, ২০১০

কিভাবে Blogspot ব্লগে নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করবেন

Source: Bangla Hacks.com
ব্লগে একটি নিজস্ব সার্চ ইঞ্জিন অনেকেই যোগ করতে চান। এই সার্চ ইঞ্জিন দিয়ে আপনার ব্লগে সার্চ করা যাবে। এতে সুবিধা হল যে অনলাইনের সমস্ত ওয়েবপেজকে সার্চ করার প্রয়োজন নেই। শুধু এই ব্লগটি সার্চ করা হল। অনেক সময় পুরনো কোন লেখাকে তাৎক্ষণিকভাবে খোঁজার দরকার হতে পারে। এরকম ক্ষেত্রে এই ছোট্ট সার্চইঞ্জিনটির কোন জুড়ি নেই।

এ জন্য আপনি প্রথমে আপনার ব্লগে লগইন করুন। লেআউট ট্যাবে গিয়ে পেজ এলিমেন্ট সেকশনে যান। সেখানে এড পেজ এলিমেন্ট বাটনে(Add Page Element) প্রেস করে html বা জাভাস্ক্রিপ্ট(Add HTML / JAVASCRIPT) বক্স নিন। এই বক্সে নিচের কোডটি কপি করে পেস্ট করুন। ব্লগ প্রিভিউ করুন। দেখবেন আপনার নিজস্ব সার্চ বক্স তৈরি হয়ে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন