রবিবার, ২১ নভেম্বর, ২০১০

মেগাআপলোড থেকে আজীবন মুভি ডাউনলোড/স্ট্রিমিং



প্রস্তাবনা
পোষ্টটি মুভিখোরদের জন্য মূলত:।

কেন মেগাআপলোড?
সারাদিন স্ট্রিমিং অথবা ডাউনলোড করতে পারবেন...বিশাল মুভির কালেকশন। রেপিডের মত আইপির ঝামেলা নেই।

মুভি কোথায় পাবো?
আমার মুভি নিয়ে করা নীচের পোষ্টের লিংকে মোটামুটা সারাজীবন ধরে দেখার মত মুভি এবং টিভি সিরিজ আছে...

নেটের সর্বশ্রেষ্ঠ ফ্রি মুভি ডাউনলোড সাইট

উপকরণ এবং প্রস্তুত প্রণালী

১. ভালো নেট স্পিড
২. ফায়ারফক্স ওয়েব ব্রাউজার (ফ্লক হলেও চলার কথা)
৩. ডিভিএক্স ওয়েব প্লেয়ার

ডিভিএক্সের সাইট থেকে নতুন ভার্সণটি কাজ করবে না...তাই ৬.৮.৪ দিলাম...যারা উইন্ডোজ ৭ ব্যবহার করেন তাদের পিসিতে আবার এই ভার্সণটি চলবে না...সেক্ষেত্রে এই সাইট থেকে ভার্সণ ১.৪.০ টা নামিয়ে নিতে হবে।

কনফিগারেশনস

১. প্রথমে ফায়ারফক্সে গ্রীসমাংকি আ্যড-অনটা ইনস্টল করতে হবে এখান থেকে



২. আ্যড-অন টা ইনস্টল হয়ে গেলে ফায়ারফক্স রিস্টার্ট করুন।





৩. এরপর একট স্ক্রিপ্ট ইনস্টল করতে হবে। ডাউনলোড করে নিন এখান থেকে

বা, মিডিয়াফায়ার লিংক থেকে।



স্ক্রিপ্টটি ঠিক-ঠাক ইনস্টল হলে ব্রাউজারের নীচের ডানদিকে স্ট্যাটাস বারে একটা বান্দরের মুখ হাসছে দেখা যাবে :)

এরপর....যেকোন মেগাআপলোডের মুভি ক্লিক করলেই ঘটবে ম্যাজিক...নীচের ভিডিওটার মতঃ



আর যদি ডাউনলোড করতে চান ক্লিক করতে হবে ডাউনলোড আইকনে...এটা রিজিউম সাপোর্টেড....ব্যবহার করতে পারবেন আইডিএমের সাথে।

একটা বিষয় মনে রাখতে হবে, স্ট্রিম বা ডাউনলোডের আগে ৪৫ সে: অপেক্ষা করতে হবে....নতুবা আপনার আইপি ব্লক করতে পারে মেগাআপলোড। ওয়েটিং টাইম ২৫ সে: এ কমিয়ে আনতে চাইলে ফ্রি-তে একটি একাউন্ট খুলতে পারেন মেগাআপলোড থেকে।

ডিভিএক্স প্লেয়ারের সাথে একটা কোডেক ফাইলও প্রয়োজন হতে পারে...নানা রকম ভিডও ফাইল ফরম্যাট চালানোর জন্য...আপনার পিসিতে না থাকলে ডাউনলোড করে নিন এই খান থেকে

আমি একাধিক পিসিতে এই পদ্ধতি প্রয়োগ করেছি...কোন সমস্যা ছাড়াই...সুতরাং ফ্রি-তে ঝামেলাবিহীন মুভি দেখতে চাইলে....ট্রাই দিস!!

=================================
পরীক্ষা করার জন্য নতুন একটা মুভি দিলাম--প্যান্ডোরাম

লিংক এখানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন