মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০১০

মাউস পয়েন্টার কে নিয়ন্ত্রণ করুন কীবোর্ড দিয়ে

আপনাদের যাদের মাউস নস্ট হয়ে গেছে দেখে কীবোর্ড দিয়ে ব্যবহার করতে হচ্ছে কম্পিউটার…এখন কিনতে পারছেন না মাউস আর কীবোর্ড ও শর্টকাট ব্যবহার করতে করতে বিরক্ত লাগছে তাদের বলছি আপনারা চাইলে কীবোর্ড দিয়েই কন্ট্রোল করতে পারবেন আপনার মাউস পয়েন্টার।আমি নিজে কয়েকদিন কাটিয়েছি ভিসন ঝামেলায়…বিশেষ করে কোন application ব্যবহার করা তো অসহনিয় হয়ে ওঠে।
আসুন কিভাবে কি করতে হবে জানা যাক। প্রথমে left ALT+left SHIFT+NUM Lock চাপুন। যে কোন windows version এই নিচের মত কোন মেসেজ আসবে। তখন “go to the ease of access center to disable the keyboard shortcut” এ ক্লিক করুন।
b084d18c7c42233a03efe7a6925311dbea844d6d4c6c184fbe0dc611f47765d54g কিছু কাজের এবং কিছু মজার কম্পিউটার ট্রিক্স :: চেক করে দেখুন কাজে লেগে যেতেও পারে | Techtunes
তারপর  সবচে ভাল সার্ভিস পেতে নিচের ছবির মত করে সব ঠিক করে নিন।
ad2e4c53dfc8079f61a4cb24632d1510a7a457b260c05a1cd815e59d327214734g কিছু কাজের এবং কিছু মজার কম্পিউটার ট্রিক্স :: চেক করে দেখুন কাজে লেগে যেতেও পারে | Techtunes
ব্যস কাজ শেষ। এবার NUM Lock on করলে মাউস কি ব্যবহার করতে পারবেন। আর NUM Lock off করলে মাউস কী ডিজেবল হয়ে যাবে। নিচের আইকন টি ক্রস দেওয়া থাকবে যদি মাউস কী ডিসেবল থাকে।
b5d2dc1506c057ba9d90c69d8a073ce236d029f3b9652888b9aafae80f05d4804g কিছু কাজের এবং কিছু মজার কম্পিউটার ট্রিক্স :: চেক করে দেখুন কাজে লেগে যেতেও পারে | Techtunes
মাউস কী গুলি হচ্ছে-
১) 1,2,3,4,6,7,8,9 বাটন গুলি হচ্ছে মাউস পয়েন্টার মুভ করানোর জন্য।
২) 5  লেফট ক্লিক এর কাজ করবে আর “+” করবে ডাবল ক্লিক এর কাজ।
৩) right CTRL এর বামের বাটন টি রাইট ক্লিক হিসেবে কাজ করবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন