বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০১০

কম্পিউটার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানুন

কম্পিউটার টিপস  

নিজের কম্পিউটার কতক্ষণ ধরে ব্যবহার করছেন এবং কম্পিউটারের সমস্ত তথ্য খুব সহজেই জানা যায়। এর জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন—

১) start এ ক্লিক করে run এ ক্লিক করুন
২) Open এর ঘরে CMD লিখে এন্টার চাপুন।

৩) এবার আপনার সামনে যে উইন্ডো চালু হবে (dos promt) তাতে systeminfo লিখে এন্টার চাপুন।

২) এবার আপনার কম্পিউটারের বিস্তারিত তথ্য দেখতে পারবেন।
এখানে উল্লেখ থাকবে:
ক) কম্পিউটার কত সময় চলেছে
খ) কোন দেশের তৈরী
গ) স্পিড কত, প্রভৃতি, অপারেটিং সিস্টেম কি ইত্যাদি সকল তথ্য এখানে দেখতে পাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন