যা যা করতে পারবেন PhotoInstrument দিয়েঃ
1. ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই।
2. লাল চোখকে কাল মানে রেড আই সমস্যা দূর করা যাবে খুব সহজেই।
3. ছবির অপ্রোয়জনিয় অংশ গায়েব করে দিতে পারবেন।
4. মোটা স্বাস্থ্য চিকন করতে পারবেন।
5. ঘোলা স্কিন পরিস্কার করতে পারবেন।
6. বিউটি পার্লারে না গিয়েই ছবিতে মেক আপ করতে পারবেন।
এছাড়া আরো কত কি!
এবার চলুন হাতে কলমে প্রমান দেখি।
ছবির অনাকাংক্ষিত অংশ যেমন ব্রন,মেছতা,ছুলি,মোটাজনিত দাগ, চোখের নিচের কাল দাগ নিমিষেই মুছে দিতে পারবেন কোন ক্রিম বা সাবান ছাড়াই।
আগে
পরে
ছবির অপ্রোয়জনিয় অংশ গায়েব করে দিতে পারবেন।
আগে
কাজ চলছে….
পরে
মোটা স্বাস্থ্য চিকন করতে পারবেন।
আগে
পরে
বিউটি পার্লারে না গিয়েই ছবিতে মেক আপ করতে পারবেন।
ভাবছেন ব্যবহার করা কঠিন? মোটেও না। সাথে ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে। চোখ বন্ধ করে ছবি এডিট করতে পারবেন।
ডাউনলোড লিঙ্কঃ
PhotoInstrument 4.2 Build 430
ফুল ভার্শন করতে সিরিয়াল কী ডাউনলোড করুন এখানে।
আশা করি আপনাদের কাজে আসবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন