রবিবার, ২১ নভেম্বর, ২০১০

ব্লগ টিউটোরিয়াল - আপনার নিজের ব্লগটি কিভাবে আরো সুন্দর ও তথ্য পূর্ণ করে সাজাতে পারেন

আমারব্লগের নতুন ভার্সন-এর প্রতিটি ব্লগার পেয়েছেন নিজস্ব একটি ডোমেইন। বলা চলে নিজের একটি ওয়েব সাইট। আর সেই সাইটটি কিভাবে আপনি সুন্দর করে সাজাবেন, তার কিছু উপায় জানাতে আমার এই ছোট্ট প্রচেষ্ট [ পন্ডিতদের জন্য নয় kkkk ]।

প্রথমে আপনি একটি মডেল দেখে কিছুটা ধারনা নিতে পারেন এখানে ক্লিক করে। পুরো পেইজটা ভাল করে দেখুন এবং পৃষ্ঠা গুলোতেই ঢুঁ মারুন।

এবার কথা হচ্ছে কিভাবে আপনি এমন ভাবে সাজাবেন?

প্রথমে "আমার সেটিংস" এ গিয়ে "সাইডবার উইডেজস সেটিংস" এ ক্লিক করুন।
:-" । তাহলে, আপনাকে যা করতে হবে, তা পানি খাওয়ার চেয়েও সহজ। ;)

এরপর আপনার উইডেজস গুলো সাজিয়ে নিন। [ কিভাবে সাজাবেন, সেটা আপনার রূচির ব্যাপার। সাহায্যের জন্য ইনফো পোস্ট পড়ুন]

নিচে দেখুন একটি নমুনা:




আপনি ইচ্ছা করলে বার গুলোর নাম পরিবর্তন করতে পারেন এবং বক্সের লেখা গুলোও। টেক্স উইজেডস ছাড়া বাকি গুলো সম্পূর্ণ ভাবে পরিবর্তন করতে পারবেন না।


এই টেক্স উইডেজস গুলো আপনি দু পাশেই রাখতে পারেন বেশি বার করার জন্য। এখন আসুন দেখি কিভাবে এই উইজেডস গুলো কে আমরা কাজে লাগাতে পারি।

নমুনা#০১

ধরা যাক আপনার ফেইসবুকে একটি একাউন্ট আছে। আপনি ফেইনবুক ব্যাজটি সহজেই এখানে স্থাপন করতে পারেন। এরজন্য আপনাকে প্রথমে আপনার ফেইসবুক প্রোফাইল পেইজ এ যেতে হবে। আপনার প্রোপাইলের একেবারে নিচে বাম পাশে দেখুন একটি লিংক দেয়া আছে "একটি প্রোফাইল ব্যাজ তৈরি করুন"। ওখানে ক্লিক করুন। এরপর একটি পেইজ খুলবে। তাতে "Other" ক্লিক করলে আপনাকে একটি কোড দেবে। যা কপি করে আপনি আপনার একটি টেক্স উইডেজ-এ টেক্স বার-এ বসিয়ে দিতে পারেন। তারপর সেভ করুন। তারপর "আমার ব্লগ" এ গেলে দেখবেন আপনার ফেইসবুক প্রোফাইল ব্যাজটি দেখাচ্ছে।


নমুনা#০২
ধরা যাক আপনি ফটোগ্রাফি করেন এবং ফিক্লারে আপনার একটি একাউন্ট আছে। আপনি চাইলে সহজে আপনার ছবি গুলো ধারাবাহিক ভাবে দেখাতে পারেন আপনার ব্লগে। এরজন্য আপনাকে একটি উইডেজ বেছে নিতে হবে। তবে আপনি চাইলে ফেইসবুক ব্যাজ কোড এর নিচেও এটি করতে পারেন।

এখন আসি কিভাবে করবেন।

প্রথমে এখানে ক্লিক করে ঢুকুন। URL এর জায়গায় আপনার ফিক্লার এর লিংকটি দিন।

যেমন: আমারটি হচ্ছে http://www.flickr.com/photos/seventeen7photo । এরপর Layout থেকে Vertical বাছাই করুন। আপনি কোন ধরনের ছবি দেখাতে চান সেটা "Which photos to show:" এখান থেকে বাচাই করুন। এরপর "Generate Badge" এ ক্লিক করে কোড নিন। এরপর আপনার পছন্দের উইডেজ এ বসিয়ে সেভ করে নিন। তারপর এভাবে দেখাবে:


নমুনা#০৩
আপনি দেখতে চান আপনার ব্লগে কতজন ঢুকছে এবং কোন কোন দেশ থেকে ঢুকছে ;;) । এরজন্য এখানে ক্লিক করুন। কোডটি নিয়ে আপনার যে কোন একটি উইডেজ-এ পর পর বসিয়ে নিন। বেস হয়ে গেলো। সেভ করতে ভুলবেন না কিন্তু।

যে রূপ দেখাবে:



নমুনা#০৪:

ব্লগিং করছেন। ফেইসবুকে বন্ধুরা কে কি আপডেট দিল সেটাও জানতে চান :-? চিন্তার কিছু নাই। এই বাটনে টিপুস করেন। :) । তারপর যে পেইজটি আসবে, সেখানে Other এ ক্লিক করে কোড নিয়ে বসিয়ে দিন আপনার যে কোন উইডেজ এ। সেভ করে নিজের ব্লগে গিয়ে দেখুন, কি চমৎকার দেখা যায় :D

** যারা গুগল এডসেন্স বসাতে চান, তাদের জন্য কোন কিছু বলার নাই। তারা নিজেরাই মহা পন্ডিত :-w

নমুনা#০৫:

এই কাজটি করেছেন নিঝুমদা। উনি ওনার ব্লগে ইউটিউবের ভিডিও রেখেছেন। চমৎকার কাজ। এটাও সহজ। আপনার পছন্দের ইউটিউব ভিডিওর Embed টি কপি কের নিয়ে উইডেজ-এ বসিয়ে সেভ করে নিন। বেস হয়ে গেলো।

নিঝুমদা-র ব্লগটাই তার নমুনা


নমুনা#০৬:

নিজ ব্লগে ক্রিকেট আপডেট জানতে হলে এখানে ক্লিক করুন। এরপর প্রথম যে বক্সটি পাবেন, তার নিচে Get & Share এ ক্লিক করুন এবং তাপর Copy Code এ ক্লিক করুন।

তারপর আপনার পছন্দের উইডেজ-এ কোডটি Crtl+V চেপে বসিয়ে দিয়ে সেভ করুন। আপনি লাইভ খেলার স্কোর, সাম্প্রতিক খেলার ফলাফল, আগামী খেলার খবর এবং জনপ্রিয় খেলার সংবাদ পাবেন।

নমুনা#০৭:

যে কোন সংবাদ শিরোনাম আপনি আপনার ব্লগে দেখতে পারেন। নিউজ আপডেট উইডেজ থেকে আপনার পছন্দের সংবাদ মাধ্যমের নিউজ উইডেজটি বসিয়ে নিতে পারেন আপনার ব্লগে। ধরা যাক, আপনি বিবিসি-র খবর আপনার ব্লগে রাখতে চান। সে ক্ষেত্রে এই লিংকে যেতে হবে।[ তবে এই ওয়েব সাইটে আপনি আরো অনেক সংবাদ মাধ্যম পাবেন] আপনি ইচ্ছা করলে ঐ উইডেজটির সাইজ ও থিম পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে ছবি এবং সংবাদের সংক্ষিপ্ত অংশও দেখতে পারেন।

আপনার সাইজ, থিম এবং অন্যান্য দুটি পছন্দ ঠিক করার পর "" চিহ্নতে ক্লিক করুন এবং copy তে ক্লিক করে কোড কপি করুন। আপনি চাইলে Flash-কোডও নিতে পারেন। এরপর আপনার ব্লগ উইডেজ-এ কোডটি কসিয়ে সেভ করুন। বেস হয়ে গেল।

এবার আসছি পৃষ্ঠা গুলো নিয়ে।

আপনি যে কোন বিষয় নিয়ে আপনার নিজস্ব পৃষ্ঠা তৈরি করতে পারেন। এটা পোস্ট লেখার মতোই। তবে, এই পৃষ্ঠায় ফেইসবুকের কোন কোড সমর্থন করে না সহজে। আপনি আপনার ফিক্লারের যে কোন কিছু পৃষ্ঠায় যোগ করতে পারেন। এটা নিয়ে বিস্তারিত বলার কিছু্ নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন