আমরা সবাই কমবেশী ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে থাকি।কিন্তু ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা কিছুটা কষ্টকর জানা না থাকলে।তার উপর পছন্দের ফরমেটে ডাউনলোড করতে চাইলে তো কথা নেই।ব্যবহার করতে হবে বিভিন্ন ধরনের সফটওয়ার বিশেষ করে ডাউনলোড করা যায় এমন সফটওয়ার।আর এই ক্ষেত্রে বড় সমস্যা হলো আপনি অন্য কোন ফরমেটে ডাউনলোড করতে চাইলেও সফটওয়ারটি আগে ওরজিনাল ফাইলটি ডাউনলোড করে পরে তা অন্য ফরমেটে কনভারট হই। এতে আপনার ক্রয়কৃত ইন্টারনেট ব্যান্ডওইথ অপচয় হই।কিন্তু আপনি চাইলে পারেন এই সকল সমস্যা সমাধান করতে। এখন এমন একটা সাইটের ঠিকানা দেব যেখানে আপনি এই সকল সমস্যা ছাড়াই ডাউনলোড করতে পারবেন আপনার পছন্দের ভিডিও।
১/প্রথমে আপনি এই সাইটে প্রবেশ করুন।তারপর search keywords বারে আপনার প্রয়োজনীও ফাইলের নাম লেখে search বাটনে ক্লিক করেন।
২/search results থেকে আপনার পছন্দের ফাইলটি ক্লিক করুন।
৩/অতপর নিচের পেজটি আসবে।এখানে আপনার পছন্দের ফরমেট টি সিলেক্ট করে download বাটনে ক্লিক করতে হবে।
ব্যস ডাউনলোড শুরু হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন