বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০১০

মাস্টার কার্ড ও পেপাল ভেরিফাইড



বাংলাদেশের ব্যাংকগুলো থেকে মাস্টার কার্ড (MasterCard) নেওয়াটা বেশ ব্যয় সাধ্য ব্যাপার। অনেকে ইন্টারনেটে আয় করেন। তাদের জন্য পেমেন্ট নেয়ার একটি অন্যতম মাধ্যম এই মাস্টারকার্ড বা পেপাল একাউন্ট। কিন্তু বাংলাদেশ পেপাল সাপোর্ট করে না বলে বাংলাদেশের কোন কার্ড দিয়ে পেপাল ভেরিফাইড করা যায় না। কিন্তু আপনি চাইলেই Payoneer এর মাস্টারকার্ড ফ্রি নিতে পারেন। এটি দিয়ে আপনি অনলাইন থেকে পেমেন্ট নিতে পারবেন ও পেপাল একাউন্ট ভেরিফাইড করতে পারবেন। মাস্টারকার্ড লেগো চিহ্নিত যেকোন ATM বুথ থেকে টাকা তুলতে পারবেন।

কিভাবে পাবেন? ফ্রি মাস্টারকার্ড পাওয়ার জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন।

১। প্রথমে http://tinyurl.com/freemastercard1 এই লিংকটিতে ক্লিক করে সাইটিতে যান।
২। "Join Now Free" - তে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন শেষে লগআউট করুন।
৩। এবার http://tinyurl.com/freemastercard2 এই লিংকটিতে ক্লিক করুন এবং "Affiliate Signup" এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন।
৪। এখন ঠিকভাবে ফরমটি ফিলআপ করুন।
৫। যেগুলোতে USA Only লেখা আছে, সেগুলোতে কিছু লেখার দরকার নেই।
৬। Use ePassporte এ NO সিলেক্ট করুন।
৭। রেজিষ্ট্রেশন কমপ্লিট হওয়ার পর "Affiliate Login" এ ক্লিক করে আপনার একাউন্টে লগইন করুন। আপনার ID ইমেইল এ পাবেন।
৮। লগইন করার পর "Account Information" এ ক্লিক করে "Click here to update your information. " তে ক্লিক করুন।
৯। এবার নিচের দিকে দেখুন লেখা আছে "Payoneer: Signup to be paid by Prepaid MasterCard®. You will be directed to a FriendFinder page hosted by Payoneer, where you can sign up for a card."
১০। এটাতে ক্লিক করে আপনার Payoneer MasterCard® এর অর্ডার দিন ফ্রি। কার্ডের অর্ডার দেয়ার পর ২ দিনের ভেতর ইমেইলে Approval কনফার্মেশন পাবেন এবং ২৫ দিনের ভেতর কার্ডটি আপনার বাসার ঠিকানায় পৌছে যাবে। (যদি আপনি Payoneer এর সকল শর্ত মানতে রাজি থাকেন)

[একটি আইপি (ip) থেকে একটির বেশি কার্ডের অডার দিলে disapproved হতে পারে ]

আপনি কার্ড হাতে পাওয়ার পর পেপাল বা মানিবুকারর্স একাউন্ট ভেরিফাইড করতে পারবেন।

সূত্রঃ http://sites.google.com/site/mycardbd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন