অনেক সময় বাচ্চারা যেন কোন Adult সাইটে visit না করতে পারে, সে জন্য এ কাজটা আমরা করতে পারি।আপনি কোন ওয়েবে ব্রাউস করলে ভাইরাস ঠুকতে পারে, তাহলে ও এই কাজটা ১ মিনিটেই করে নিতে পারেন। একই ভাবে অফিসে বা কলেজে এভাবে ব্লক থাকা সাইট আপনি ব্রাউস করতে পারবেন। আরো মজার কথা হলো ইউজার টের ও পাবে না যে আসলে এই সাইট টি এডমিনিস্ট্রেটর ব্লক করে রেখেছে
১। নোটপেড ওপেন করুন।
২। ফাইল থেকে অপেন এ ক্লিক করুন।
৩। নিচে Files of type থেকে All files সিলেক্ট করুন
৪। এবার এখানে যান C:\WINDOWS\system32\drivers\etc
৫। এবার এই ফাইলটা অপেন করুন HOSTS
৬। নিচে দেখুন একটা লাইন আছে এমন “127.0.0.1 localhost” এটার নিচে লিখুন
127.0.0.2 http://www.yahoo.com/ এখন সেভ করুন
(তাহলে yahoo সাইট টি ব্লক হয়ে যাবে)
৮। যদি আপনে অনেক গুলো সাইট ব্লক করতে চান তাহলে একটার পর একটা লাইন লিখুন নিচে একি ভাবে শুধু 127.0.0.1 এর যায়গায় 127.0.0.2 দিন যদি আরেকটা করতে চান তাহলে 127.0.0.3 আরেকটা চাইলে 127.0.0.4 দিন সাথে যেই সাইট ব্লক করতে চান সেটার নাম। যেমন
127.0.0.3 http://www.blueblue.com/
৯।আন ব্লক করতে চাইলে 127.0.0.2 http://www.yahoo.com/ মুছে দিন (আপনি যেটা ব্লক করেছেন সেই লাইনটা মুছে দিন)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন