জনপ্রিয় এন্টি ভাইরাস তথা ইন্টারনেট সিকিউরিটির মধ্যে আভাষ্ট অন্যতম।ইন্টারনেটের বিশাল জগতে প্রবেশ করলেই সেখানে অহরহ ভাইরাসের সাথে যুদ্ধ করতে হয়।আরও আছে নিজের সুরক্ষিত তথ্য নিজের অজান্তেই বাহিরের কারো হাতে চলে যাওয়ার ভয়।বিভিন্ন কিছুর হাত থেকে রক্ষা পেতে আমরা এন্টি ভাইরাস তথা ইন্টারনেট সিকিউরিটি ব্যবহার করি।তারপরেও কি নিস্তার আছে?কাজ হোক বা না হোক বিকল্প পন্থা হিসেবে আমরা এই সফটওয়্যারগুলো ব্যবহার করি আর তাই আশা করছি যারা আভাষ্ট পছন্দ করেন তাদের উপকারে আসবে এই ইন্টারনেট সিকিউরিটিটি।আসুন দেখা যাক কি কি পাবো আমরা এতে>>>>>>>>>>>>>
তো যারা আভাস্ট পছন্দ করেন তারা ডাউনলোড করতে পারেন ৫৬.৬২ এই ইন্টারনেট সিকিউরিটিটি ডাউনলোড বান্ধব মিডিয়া ফায়ার থেকে>>>
ইন্সটল শুরু করুন।ইন্সটলের শুরুতে প্রশ্ন আসবে আপনি কি হিসেবে সফটওয়্যারটি ব্যবহার করতে চান?ট্রায়াল মোড সিলেক্ট করে এগিয়ে যান(ছবি দেখুন)
এবার ইন্সটল শেষ করে কম্পিউটার রিষ্টার্ট করুন।এবার ডাউনলোডকৃত ফাইলটি থেকে licencia 2012 ফাইলে ক্লিক করুন(ছবি দেখুন)
যে লাইনটি খুলবে তাতে ২ বার ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন ২৪শে এপ্রিল ২০১২ পর্যন্ত মেয়াদ এবং তা কনফার্ম করতে নিচের ম্যাসেজটি আসবে (ছবি দেখুন)
সফটওয়্যারটি আপনি কোথায় ব্যবহার করবেন তা সিলেক্ট করে উপভোগ করুন।
পরীক্ষা করে নিন এটি পুরাতন নাকি নতুন
AVG INTERNET SECURITY 8.5
এবার আসছি AVG INTERNET SECURITY প্রেমিদের খবর নিয়ে। আমি যেটা দিচ্ছি তা AVG INTERNET SECURITY 8.5 এবং এর মেয়াদ ২০১৮ সালের ২৬শে ফেব্রুয়ারী পর্যন্ত।যদি কারো পছন্দ হয় তবে ডাউনলোড করতে পারেন ৬০.৫১ মেগাবাইটের এই ইন্টারনেট সিকিউরিটিটি সর্বজন প্রিয় মিডিয়া ফায়ার থেকে।
ডাউনলোড শেষে ইন্সটল করুন।সঙ্গে সিরিয়াল কী’দেয়া আছে একটিভ করে নিন ২০১৮ সালের ২৬ধে ফেব্রুয়ারী পর্যন্ত।
আসুন দেখা যাক কি কি পাবো আমরা এই ইন্টারনেট সিকিউরিটি থেকে>>>>>>>>>>>>>>>
আপনি আপডেট করে নিতে পারেন আপনার প্রিয় ইন্টারনেট সিকিউরিটিটি
সবাই ভালো থাকুন,সুন্দর ও সুস্হ্য থাকুন।
পৃষ্ঠার উপরে আসুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন