বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০১০

আমার প্রথম বাংলা লেখা


হেডিং দেখে মনে হচ্ছে যে আমি বাংলা লিখতে জানতাম না , এখন সেটা জানি এবং আজই প্রথম বাংলা লিখলাম।ব্যাপারটা অনেকটা সেরকমই ।সেই ছোটবেলায় ,অনেক সাধ্যসাধনায় কালো স্লেটের ক্যানভাসে যখন সাদা চক দিয়ে লেখা বাংলা অক্ষর গুলো ফুটে উঠেছিল,কেমন অনুভূতি ছিল সেদিন জানি না, আজ আর সেটা মনে করতে পারি না, কিন্তু সেদিনের কথা খুব মনে আছে যেদিন প্রথম কম্পিউটারে বাংলা লিখলাম, সে এক অন্যরকম অনুভূতি।
অনেকদিন থেকেই ব্লগারে বাংলা ব্লগ খুলার ইচ্ছা ছিল কিন্তু কেমন করে করব বুঝতে পারছিলাম না।নেটে অনেক ঘাটাঘাটি করেছি কিন্তু তেমন কিছু খুঁজে পাচ্ছিলাম না । কিন্তু হুট করেই একদিন পেয়ে গেলাম অভ্র।অসাধারন বললেও কম বলা হয়ে যাবে।এটা দিয়ে যেকোন এনভায়রনমেন্টে বাংলা লেখা যায়। কেবল একটি ক্লিকের ব্যাপার।
এই সফটওয়ার টি নেট থেকে Free Download করা যায়। নিচের লিঙ্ক থেকে Download করে সফটয়ার টি ইন্সটল করে নিতে হবে কেবল।মূলত ফোনেটিক মোডে লিখতে হবে আপনাকে ।যেমন আপনি যদি লিখেন 'priy banhladesh' তাহলে আউটপুট হিসেবে লিখা আসবে 'প্রিয় বাংলাদেশ'।


Avro Keyboard Standard Edition 4.5.1


ইন্সটল করার সময় একটা সর্টকাট কী সিলেক্ট করতে বলা হবে,যেমন ধরুন আপনি F5 সিলেক্ট করলেন ।সাধারনত আমাদের কিবোর্ড টি English মোডে থাকে, F5 প্রেস করার ফলে এখন আমরা বাংলা লিখতে পারব , সেই লেখার মাযখানে এভাবে English লিখতে চাইলে আবার F5 প্রেস করব ,এইতো ! খুবই সহজ, এবং অনেক ভালো লাগবে এটাতে কাজ করতে এটুকু আমি নিরদ্বিধায় বলতে পারি।
Software instalation শেষ হলে ডেস্কটপের উপরের ডান পাশে কোনায় Avro Keyboard এর Shortcut Icon টি দেখা যাবে।সঙ্গে একটা কিবোর্ড লেআউট আছে সেখান থেকে বাংলা অক্ষরের বিপরীতে English alphabet কি হবে তা দেয়া আছে ।
সবশেষে বলছি ,যখনই আপনার বাংলা লিখতে ইচ্ছে হবে সেটা Facebook কিংবা Microsoft Word , Notepad যেখানেই হোক না কেন ,কেবল F5 Press করতে হবে,আর কিছুই না।
এর দ্বারা পোস্ট করা আকরাম এই সময়ে ৯:৫৮ pm 0 মন্তব্য(সমূহ)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন