বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০১০

ব্লগের লেখা রঙ্গীন এবং ফ্রন্ট ছোট-বড় করবেন কি ভাবে

ব্লগের লেখা রঙ্গীন এবং ফ্রন্ট ছোট-বড় করার জন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। আমি নিচে একটি এইচ-টি-এম-এল এর কোড দিচ্ছি এটি লেখার প্রথমে পছন্দ সই কলার বা রং এর নাম এবং কত সাইজের ফ্রন্ট চান সেই সাইজের ভেল্যু উল্ল্যেখ করে দিলেই আপনার লেখা রঙ্গীর হয়ে উঠবে এবং সাইজ ও বড় ছোট করা যাবে।

* p style="font-size:20px; color:green"> আপনার লেখার শুরুতে এই কোডটি দিবেন এবং p এর আগে একটি < চিহ্ন দিবেন। আমি এখানে দেইনি কারন দিলে এই কোডটি আর দেখা যেত না। তাই মনে রাখবেন আমি এখন যত p ব্যাবহার করব তার আগে আমি এই ( এই কোডটি বসাবেন।

উদাহরন:
* p style="font-size:20px; color:green"> আপনার লেখা */p>
ব্যাস তারপর দেখবেন "আপনার লেখা" লেখাটি ফ্রন্ট সাইজ ২০ এবং কালার সবুজ হয়ে গেছে।

উল্লেখ্য এখানে প্রতিটি * এর জায়গায় < চিহ্নটি বসাতে হবে তবেই ফল পাবেন অন্যথায় নয়।
বিভিন্ন কালারের বিভিন্ন কোড আছে আপনি ইচ্ছে করলে সেই সব কোড ব্যবহার করতে পারেন , যেমন green এর বদলে #ccffeo ছয় সংখ্যা দিয়ে দিতে পারে , সেক্ষেত্রে আপনাকে রঙ্গের কোড অবশ্যই জানতে হবে , নেট থেকে সার্চ করে নিতে পারেন
http://html-color-codes.info/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন